পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে সেনকালেৰ কথা محواسنا جة ও রথের চাকার নীচে গাত্র ঢালন পূৰ্ব্বে ছিল তাহাহইতে ভয়ানক সহমরণ অহমরণ ভদ্রলোকের দর্শনে বোধ হয় কারণ অবলা অনভিজ্ঞ স্ত্রীলোককে শাস্ত্রোপদেশদ্বারা ভ্রম জন্মাইয়া এরূপ উৎকট কৰ্ম্মে প্রবৃত্ত করাণ সাক্ষাৎ যমদূতের ন্যায় হস্তধারণপূর্বক ঘুর্ণপাকে ৭ সাতবার ঘুরাইয়৷ শীঘ্র চিতারোহণ করাইয়া শবের সহিত দৃঢ় বন্ধন পুরসরে জলদগ্নিতে দগ্ধ করণ ও বংশদ্বয় দ্বারা শবের সহিত তাহার শরীর দাবিয়া রাখন ও তাহার কথা কেহ না শুনিতে পায় এ নিমিত্তে গোলমাল ধ্বনি করণ অতি দুরাচার নিময়িক মন্থয্যের কৰ্ম্ম এমত বিষয়ে তাহার সাহায্যকারি ও সজি লোক সকলেই দোষী হইতেছেন শাস্ত্রের ভাল মন্দ পরমেশ্বর জানেন আপাতত শাস্ত্র দেখাইয়া এমত কৰ্ম্মে প্রবৃত্ত হওন কিম্ব করাণ বিশিষ্ট লোকের অঙ্কুচিত ইতি । টীকাকারকস্য | ( ৮ আগষ্ট ১৮২৯ । ২৫ শ্রাবণ ১২৩৬ ) সমাচার চন্দ্রিক পত্ৰহইতে নীত —সহমৃভাবিষয়ক । ২৭ জুলাই ইণ্ডিএ গেজেটনামক সমাচারপত্রেতে এই এক অশুভ সমাচার প্রচার হইয়াছে যে গবর্নবুমেণ্ট এইক্ষণে সহমবণ নিবারণের চেষ্টাতে আছেন এবং এতদ্দেশীয় খ্যাত এক ব্যক্তি সকল নগরবাসির প্রতিনিধি হইয়া ঐ অনুচিত বিষয়ের প্রমাণ ও প্রয়োগ লিখিয়া সমৰ্পণ করিতে স্বীকার কবিয়াছেন এবং তিনি মহামহিম শ্ৰীযুত গববৃনর জেনারল বাহাদুরের সহিত সাক্ষাৎ করিয়াছেন এবং শ্ৰীযুতও এই বিষয় নিবারণে নিতান্ত মানস প্রকাশ করিয়াছেন । ঐ বিষয় বিবেচনাকরণনিমিত্তে যে ধারা প্রদান করিতে অঙ্গীকার করিয়াছেন তাহা তিন প্রকার। ইহার প্রথম প্রকরণ এই যে বৰ্ত্তমান ষে চলিত ধারা অর্থাৎ জোরাবরীকরা কিম্বা গর্ভবতী কিম্ব দুগ্ধপোষ্য বালক রাখিয়া সহগমন করাতে যে নিবারক আইন আছে তাহা অতিকঠিনরূপে নিযুক্ত হইবে । দ্বিতীয় প্রকরণ স্থবে বাঙ্গলা ও বেহারের সরহদমধ্যে এই রীতি একেবারে রহিত হইয়া যাইবে । তৃতীয় এই রাজধানীর মধ্যে বিনা কোন নিয়মে এই রীতি উঠিয়া যাইবে । অতএব এই বিষয় প্রকাশ করিয়া ঐ ইণ্ডিএ গেজেট সম্পাদক মহাশয় ও প্রায় তাবৎ ইংগ্রগুীয় মহাশয়ের শ্রীতি স্মৃতি পুরাণাদিতে বিহিত আছে যে সহমরণ ও অমুমরণ এবং সত্য ত্রেতা দ্বাপর কলি এই চারি যুগে মহাপ্রামাণিকেরা যে বিষয়ে ব্যবস্থা দিতেছেন তাহ রহিত করিতে মন্ত্রণা করিতেছেন সে যাহা । হউক খেদের বিষয় এই যে আমারদিগের বিবেচক দেশাধিপতিরও ঐ বিষয় রহিত করিতে মনঃস্থ হইয়াছে ইহাতে আমরা ভীত আছি কিন্তু এমত সকল আবশুক বিষয়েতে কাগজের দ্বারা তর্কবিতর্ক করিতে শ্ৰীযুত গবর্নবুমেন্টের অনুমতি আছে অতএব যেমত ঐ বিষয় এইক্ষণে বিশেষ বিবেচনা হইতেছে আমরা ঐ সাহসে নির্ভর করিয়া শ্ৰীযুতের কর্ণগোচরের নিমিত্তে কিঞ্চিৎ নিবেদন করিতে প্রবৃত্ত হইলাম। বিশেষ প্রথমতঃ শ্ৰীযুত গবর্নবুমেন্ট এই বিষয় নিবারণ নিমিত্তে অনেক প্রমাণ প্রয়োগ সংগ্ৰহ করিতেছেন এবং আমারদিগের এতদ্ধেশীয় এক ব্যক্তিকে ইহার প্রমাণ এবং মত প্রদান করিতে অনুমতি করিয়াছেন কিন্তু ঐ