পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rషా8 মংবাদ পত্রে মেকালের কথা এতদেশীয় ভাগ্যবান মহাশয়েরা শ্ৰীশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের সহিত সাক্ষাৎ করিলেন। তথায় উপস্থিতহওনের কিঞ্চিৎকাল পরে শ্ৰীযুত কাপ্তান বেন্সন সাহেব তাহারদিগকে কহিলেন যে শ্ৰীশ্ৰীযুত তোমারদের সঙ্গে সাক্ষাৎকরণার্থ প্রস্তুত আছেন। অপর র্তাহারা দ্বিতীয় তালায় দরবার শালতে উপবিষ্ট হইলেন এবং শ্ৰীশ্ৰীযুত আপন অমাত্যগণসমভিব্যাহারে স্বগৃহে চন্দ্রাতপের নীচে দণ্ডায়মান ছিলেন । শ্ৰীশ্ৰীমতী লেডি বেণ্টিঙ্ক ও কএকজন বিবিসাহেবও তৎসময়ে তৎস্থানে উপস্থিত ছিলেন। শ্ৰীশ্ৰীযুতের নিকটে গবর্ণমেণ্টের সাহেবলোক এবং অন্য২ সাহেবেরাও ছিলেন । অপর বাবু রামমোহন রায় শ্ৰীশ্ৰীযুতের সন্নিহিত হইয়৷ ইহারদের আগমনের হেতু জানাইলেন । অপর শ্ৰীযুত বাবু কালীনাথ রায় হিন্দু প্রজারদের পত্র বাঙ্গলা ভাষায় পাঠ করিলেন তদনন্তর তাহার ইজরেজী তরজমাও পাঠ হইল। ঐ পত্র গবর্ণমেন্ট গেজেটে ইজরেজী ও বাজলা ভাষায় মুদ্রিতৃ হইয়াছে- • *] 慈 ( ২৪ অক্টোবর ১৮১৮ । ৯ কাৰ্ত্তিক ১২২৫ ) গোপীমোহন বাবুর শ্রাদ্ধ —সন ১২২৫ শালে ১১ আশ্বিন শনিবার এই শ্রাদ্ধে তাহার পুত্রেরা অনেক দান করিয়াছেন ছয় স্বর্ণ ষোড়শ ও ছেয়ানব্বই রূপার ষোড়শ ও এক আটচালা পরিপূর্ণ পিতলের বাসন উৎসর্গ করিয়াছেন আর এক পাক বাড়ি মায়সরঞ্জাম ও এক গৃহস্থের সম্বৎসরের উপযুক্ত খাদ্যদ্রব্য শুদ্ধা দান করিয়াছেন। এবং মহা দানে এক হাতি ও ঘোড়া ও পালকী ও নৌকা প্রভৃতি অনেক দিয়াছেন। ব্রাহ্মণ পণ্ডিতেরা অনেকে নিমন্ত্রণপত্র ও সিধা গ্রহণ করিয়াছিলেন । তাহার প্রধান বিদায় এক শত টাকা ও এক রূপার ঘড়া দিয়াছেন এবং কাঙ্গালি ও অনাহূত লোক সকলে অনুমান দুই লক্ষ হইবেক এক শত ছয়টা বাড়ি পূর্ণ হইয়াছিল তাহারদের প্রত্যেক জনকে আপনারা থাকিয় আট আনা করিয়া দিয়াছেন তাহাতে কেহ বঞ্চিৎ হয় নাই এত সমারোহেতে ষে কেহ বঞ্চিৎ না হইয়। সকলেই পাইয়াছে ইহাতে করিয়া যথেষ্ট সুখ্যাতি হইয়াছে । এই শ্রীদ্ধে অনুমান সৰ্ব্ব শুদ্ধা তিন লক্ষ টাকা ব্যয় হইয়াছে। ( ১৫ জুলাই ১৮২০ । ১ শ্রাবণ ১২২৭ ) শ্রাদ্ধ —কলিকাতার শ্ৰীযুত মহারাজ গোপীমোহন দেবের মাতৃ শ্ৰাদ্ধ ২৮ আষাঢ় সোমবার হইয়াছে তাহাতে যেমত বিধিবোধিতরূপ আকৃত্রিম সমস্ত সামগ্ৰী সমবধান সমারোহ পূর্বক শ্রাদ্ধ সম্পন্ন হইয়াছে এমত অন্যত্র সম্ভব প্রায় হয় না। পূৰ্ব্বে নানা দেশীয় ব্রাহ্মণ পণ্ডিতেরদের নিমন্ত্রণপত্র লোকদ্বারা ও অতিদূর দেশে ডাকদ্বারা প্রেরণ করিয়াছিলেন তাহাতে এত দূর দেশে নিমন্ত্রণপত্র পাঠাইয়াছেন যে তাহারা অদ্যাপি আসিয়া পহুছিতে পারেন নাই। এবং দেশ দেশান্তরীয় ব্রাহ্মণ পণ্ডিত ও ভাগ্যবস্ত লোক পন্থছিলে মনোহর বাসা ও উত্তম খাদ্য