পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rఏఆ YBDD aBJ SBBBD BeaLLS অধ্যাপক নিমন্ত্ৰণ করিয়া অপূৰ্ব্ব সভা করিয়াছিলেন তাহাতে অধ্যাপকের স্বস্বাধ্যয়ন শাস্ত্রানুসারে ন্যায় ও স্মৃতি ও পুরাণ ও জ্যোতিষ ও ব্যাকরণাদি প্রসঙ্গ করিয়া অনেক২ শাস্ত্রের বাদানুবাদ করিলেন পরে সভা উঠিলে মিষ্টান্ন সম্মিলিত সবক্সথাল ও মুদ্র লইয়৷ তুষ্ট হইয়। আশীৰ্ব্বাদ করিয়া স্ব২ চতুস্পাটীতে গমন করিলেন। পরে তাবৎ নিমন্ত্রিত সামাজিক ব্রাহ্মণেরদিগকে সমাদরে অভীষ্টমত জল পানাদি করাইয়া এক২ সবস্ত্রভোজ্য দিয়া সম্ভষ্টপূৰ্ব্বক বিদায় করিয়াছেন । ( ২৩ আগষ্ট ১৮২৩ । ৮ ভাদ্র ১২৩০ ) শ্রাদ্ধ ॥—৩২ শ্রাবণ শুক্রবার শ্রীরামপুরের রামচন্দ্র দের শ্রাদ্ধ হইয়াছে তাহাতে রূপার দানসাগর ও কাঙ্গালি বিদায় প্রভূতি কৰ্ম্মেতে স্থখ্যাতি হইয়াছে ইহাতে ক্রটি হয় নাই। - n # ( ৪ অক্টোবর ১৮২৩ । ১৯ আশ্বিন ১২৩০ ) শ্ৰাদ্ধ ॥—১১ আশ্বিন ২৬ সেপ্তম্বর শুক্রবার মোং শ্রীরামপুরের ত্রযুত বাবু রাঘবরাম গোস্বামির মাতৃশ্ৰাদ্ধ হইয়াছে তাহাতে রজতময় দানসাগরদ্বয় হইয়াছিল তাহার প্রত্যেক দ্রব্য উত্তম ও উপাদেয় তদ্ব্যতিরিক্ত রাশীকৃত পিত্তলময় ঘড়া ও গাড় ও থাল ও বহুগুণ প্রভৃতি এবং শাল ও বনাতের প্রাচুর্ঘ্য ও বস্ত্র সকলি গরদ এবং হস্তী ও ঘোটক ও নৌকা ও পালকী দান করিয়া পাত্রসাৎ করিয়াছেন । এবং নানাস্থানীয় ব্রাহ্মণ পণ্ডিতেরদের নিমন্ত্রণ হইয়াছিল তাহারদের বিবেচনাপুরঃসর সস্তুষ্টিপূৰ্ব্বক বিদায় করিয়াছেন এবং অনাহূত ও রবাহুত ও ভাট ও রাঘব প্রভৃতি যজ্ঞোপবীতধারী ও ফকীর ও বৈষ্ণব যত আসিয়াছিল তাহারদের সকলেরি উপযুক্ত বিদায় করিয়াছেন তাহাতে কেহই বঞ্চিত হয় নাই এবং ব্রাহ্মণ ভোজন ও কাদালিবিদায় ও আর২ ক্রিয়া স্বন্দরূপ সমাপ্ত করিয়াছেন। ইহার প্রত্যেক বিবরণ লিখিতে হইলে পত্র বাহুল্য হয়। ( ২১ ফেব্রুয়ারি ১৮২৪ । ১৪ ফাল্গুন ১২৩০ ) শ্রাদ্ধ —১১ ফেব্রুঅারি ৩০ মাঘ বুধবার মোং পানিহাটনিবাসি দেওয়ান ভোলানাথ । বন্দ্যোপাধ্যায়ের আস্ত শ্রাদ্ধ হইয়াছে তাহাতে এক রূপ্যময় দানসাগর ও তদুপযুক্ত আর২ দ্রব্য সকল অকৃত্রিম হইয়াছিল। এবং ব্রাহ্মণ ভোজন ও কাঙ্গালি বিদায়াদি অতিস্থদের মত হইয়াছে। এবং শুনা যাইতেছে যে এই কৰ্ম্মে প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় হইয়াছে। ( ৩ জুলাই ১৮২৪ ৷ ২১ আষাঢ় ১২৩১ ) শ্রাদ্ধ —১০ আষাঢ় মঙ্গলবার শহর কলিকাতার শ্ৰীযুত বাবু বিশ্বম্ভর মল্পিক ও শ্ৰীযুত