পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মgবাদ পত্রে মেকালেৰ কথা سیاهه দ্বিতীয় छुडौब ইত্যাদি অধ্যাপকেরদিগের নগদে ও রূপার তৈজসে ৭০৷৬০৷৫১৷৪০৷৩২২৫ টাকা । উপস্থিতপত্র র্যাহারা প্রাপ্ত হইয়াছিলেন র্তাহারদিগের বিদায় নগদ ৫ টাকা এক পিত্তলের ঘড়ী কাহার বা গাড় এবং সিধার ১ কিম্বা ২ টাকা । সুপারিসপত্রের নগদ ৮ টাকা এক পিত্তলের কলসী কাহার বা ৬ টাকা এক ঘড়া কাহার বা ৫ টাকা এক গাড়ু । টিকিট পত্রের বিদায় ১। কাহার ১ টাকা ১ থাল কাহার ১ টাকা কেহবা এক থাল झेंडानि । কাঙ্গালি আপামর সাধারণ ১ টাকা । কাঙ্গালি অনুমান লক্ষ লোক হইয়াছিল ইহাতে এই আশ্চৰ্য্য যে তাবতেই পাইয়া অনুরাগ করিয়াছে। এবং কাহার ক্লেশমাত্র হয় নাই সকলেই সন্তোষ পাইয়া গিয়াছে । জনশ্রুতি সভার চমৎকার শোভ হইয়াছিল এবং যাহারা অধ্যক্ষ ছিলেন তাহারা স্বীয় বিষ্ঠা বুদ্ধির দ্বারা ঐ কৰ্ম্ম নির্বাহের অপূৰ্ব্ব ধারা করিয়াছিলেন তাহার যদি বিশেষ বৃত্তাস্ত কেহ লিথিয়া পাঠান তাহাও আমরা উৎসাহপূর্বক আগামিতে প্রকাশ করিব। সং চং ( ২২ এপ্রিল ১৮২৬ । ১১ বৈশাখ ১২৩৩ ) কাশীধামে গমন –y রামদুলাল সরকারের জ্যেষ্ঠ পুত্র বাবু আশুতোষ সরকার সংপ্রতি কলিকাতাহইতে কাশীধামে যাত্রা করিয়াছেন শুনা যাইতেছে যে গয়াধামে পিতার সপিণ্ডনাদি কৰ্ম্ম করণানস্তর কাশীধামে গমন করিবেন তথায় গিয়া পিতার অনুষ্ঠিত ইষ্টকনিৰ্ম্মিত শিবালয়ে শিব স্থাপন করিয়া পুনরাগমন করিবেন । জনশ্রুতি হইয়াছে যে ভদ্দেশে সপিণ্ডন ও শিবস্থাপন সমারোহপূর্বক সম্পন্ন করিবেন এ বড় আশ্চৰ্য্য নহে যেহেতুক শ্ৰীশ্ৰীy প্রসাদে অতুল ঐশ্বৰ্য্যশালী ও সৎস্বভাবান্বিত বটেন এবং দৈবকৰ্ম্ম ও পিতৃকৰ্ম্মে ব্যয় করিতে কোনমতে কাতর নহেন তাহা পিতার আদ্যকৃত্য করণেই তাবতে বিদিত আছেন সেখানকার কৰ্ম্ম সম্পন্ন হইলে তাহার বিশেষাবগত হইয় প্রকাশ করিব । সং কৌং ( ২ জুলাই ১৮২৫ । ২৭ আষাঢ় ১২৩২ ) আদ্যশ্রাদ্ধ —গত বৃহস্পতিবার মৃত মহারাজ রামচন্দ্র রায় বাহাদরের পুত্ৰ শ্ৰীযুত মহারাজ রাজনারায়ণ রায় বাহাদুর স্থিরভাবে বিনয়াম্বিত হইয়া যথোপযুক্ত ব্যয়পূৰ্ব্বক আপন পিতৃশ্ৰাদ্ধ করিয়াছেন এবং অনেক কাজালি বিদায়ও হইয়াছে তাহার বিশেষ জানিলে বিস্তারিত প্রকাশ করা যাইবেক । যাহা হউক জনরবদ্বারা এক্ষণে আমারদের এই প্রকাশ করা আবশ্বক হইয়াছে যে ঐ দিবস কোন নিমন্ত্রিত গোস্বামির নামে নয় শত টাকার ওয়ারেণ হওয়াতে তিনি পথিমধ্যে সরিপের পেয়াদাকর্তৃক ধৃত হইয়াছিলেন র্তাহাকে তৎক্ষণাৎ টাকা দিয়া মুক্ত করিয়াছেন। ইহাতে বিস্তর পুরুষত্ব ও ধাৰ্শ্বিকত্ব প্রকাশ হইয়াছে এ কীৰ্ত্তি চিরস্মরণীয়া থাকুক কিন্তু এ শ্রাদ্ধ