পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম షాపెపె অত্যন্ত থেদের বিষয় হইয়াছে যেহেতুক মৃত রাজার মাতা ও পিতামহী বর্তমান আছেন এপ্রযুক্ত শ্রাদ্ধ কৰ্ত্তারদিগের এ শ্রাদ্ধে এতদ্ব্যয়েও মনঃ সন্তুষ্ট হয় নাই কারণ শোকজন্য স্থির মনে ইচ্ছামত আয়োজন করিতে পারেন নাই । ( ২২ সেপ্টেম্বর ১৮২৭ । ৭ আশ্বিন ১২৩৪ ) বাবু কৃষ্ণচন্দ্র সেটের শ্রাদ্ধ —গত ২৮ ভাদ্র বুধবার বাবু কৃষ্ণচন্দ্র সেটের আদ্য শ্রাদ্ধ হইয়াছে তদ্বিবরণ স্থল বর্ণন করিয়া কএক পংক্তি প্রেরণ করি সম্বাদপত্রের এক দেশে স্থান দিবেন শ্ৰোদ্ধ অতিসমারোহপূর্বক হইয়াছে রজত নির্মিতাষ্ট ষোড়শ এবং কাষ্ঠ নিৰ্ম্মিত তদনুরূপ পর্যাঙ্ক BBBBBBBB BB BBBB BBB BB BBB BBBB BBBB BBBB BBB রৌপ্যদানাদির মধ্যবৰ্ত্তি মকমলনিৰ্ম্মিত চমৎকৃত মছলন্দ বিস্তৃত তদুভয় পাশ্বে পিত্তল কলসে এবং থারি ঝারি সারিসারি শ্রেণীপূর্বক রাখিয়া এই সকল দানাদির তিনদিগে উপবেশাসন প্রদান করা গিয়াছিল তদুপরি এক পাশ্বে গোস্বামি বর্গ এবং তছত্তরে মহামহোপাধ্যায়াধ্যাপক ভট্টাচাৰ্য্য এবং সামাজিক ব্রাহ্মণ কুলীন ও কুল শ্রাস্ত শ্রোত্রীয় বংশজ ঠাকুর মহাশয়ের গোষ্ঠীপতি বেষ্টিত হইয়া ধারামত বসিয়া কিবা সভার শোভা করিয়াছিলেন এবং দানসমূহের সম্মুখবৰ্ত্তি দলপতি ও র্তাহার দলস্থ সমস্ত কায়স্থ এবং কৰ্ম্মকৰ্ত্তার স্বজাতি জ্ঞাতি বন্ধু বান্ধববর্গ বসিয়াছিলেন অন্যান্ত দিগে গায়ক বাদক সংকীৰ্ত্তনাদি করিতেছে স্তুতি পাঠক ভাট বাক্কৌশলাদি করিতেছে সভার মধ্যে এক২ স্থানে দানাদি রক্ষার্থে শান্ত্রি দণ্ডায়মান আছে এবং কৰ্ম্মকৰ্ত্তা মন্ত্রি সমভিব্যাহারে বসিয়া দানোৎসর্গ করিতেছেন ইহাতে সভার শোভার সীমা হইয়াছিল। এমত সময়ে সমাচার পাওয়া গেল ষে কলিকাতাস্থ এবং অন্যান্ত স্থানস্থ কতকগুলিন ব্রাহ্মণ পণ্ডিতদিগের আগমনাভাব হইল তাহার কারণ দলাদলি প্রতিবন্ধক ইহাতে দলপতি দুঃখিত হইলেন না কেননা আপনং দলের গণেরদিগের এইপ্রকার আটক করিতে হয় নচেৎ দলের আঁটি থাকে না কিন্তু ইহাতে কৰ্ম্মকর্তার মনে খেদ জন্সিয়া থাকিবেক যেহেতু সকল দলের অধ্যাপকদিগকে দান দ্বারা সন্তোষ করিবেন মানস ছিল তাহ সম্পন্ন হইল না এক্ষণে শুনিতে পাই যে অধ্যাপকদিগের বিদায় আরম্ভ হইয়াছে একশত টাকা প্রধান দান এই নিয়ম হইয়া ধারাবাহিক বিদায় করিতেছেন ইহার বিশেষ অবগত হইয়া আগামিতে লিখিয়া পাঠাইব কাঙ্গালিদিগকে • • অনা করিয়া দান করিয়াছেন অপর শুনিলাম যে যে সকল অধ্যাপক ঐ খাদ্ধের দান গ্রহণ করিয়াছেন তাহারদিগকে মাসিক শ্রাদ্ধেও নিমন্ত্ৰণ করিবেন। সং চং । ( ২০ মার্চ ১৮৩০ । ৮ চৈত্র ১২৩৬ ) গয়ায় শ্রাদ্ধের ঘটা।—গয়াধামের গত ২ ফালগুণের পত্রের দ্বারা অবগত হইলাম যে “মহারাজ অমৃতরাও পেশোয়ার পুত্ৰ শ্ৰীযুত মহারাজা বিনায়ক রাও পেশোয় সংপ্ৰতি শ্ৰীশ্ৰীযুত ৮ গয়াধামে পিতৃশ্ৰাদ্ধ করিয়াছেন তদ্বিশেষ লেখা অত্যন্ত বাহুল্যপ্রযুক্ত স্কুল লিখিতেছি