পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনংবাদ পত্রে মেনকালের কথা و خدماتی ধনদাতারদিগের মধ্যে র্যাহাকে উপযুক্ত বুঝিবেন সেই পদে নিযুক্ত করিয়া অন্য অধ্যক্ষেরদিগকে জ্ঞাত করিবেন। সভাবাটবিষয়ক –বিংশতি সহস্র মুদ্রা সংগ্ৰহ হইলে পর কোন স্থানে কিপ্রকার ‘বাট নিৰ্ম্মিত করিবেক তাহ স্থির হুইবেক ইতি । শকাব্দ। ১৭৫১ । শ্ৰীযুত বাবু রামগোপাল মল্লিক। শ্ৰীযুত বাবু গোপীমোহন দেব। শ্ৰীযুত বাৰু রাধাকাস্ত দেব। শ্ৰীযুত বাৰু তারিণীচরণ মিত্র। শ্ৰীযুত বাবু রামকমল সেন । শ্ৰীযুত বাৰু হরিমোহন ঠাকুর। শ্ৰীযুত বাবু কাশীনাথ মল্লিক। শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর। শ্ৰীযুত বাৰু আশুতোষ দে। শ্ৰীযুত বাৰু গোকুলনাথ মল্পিক । ইযুত বাৰু বৈষ্ণবদাস মল্লিক । শ্ৰীযুত বাৰু নীলমণি দে। ঐযুত বাৰু বৈষ্ণবদাস মল্পিক ধনরক্ষক। ঐধুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সভাসম্পাদক । * t ( ১৩ ফেব্রুয়ারি ১৮৩০ । ৩ ফাল্গুন ১২৩৬ ) ধৰ্ম্মসভা —গত ২৬ মাঘ রবিবার কলিকাতার উত্তর কাশীপুরে শ্রযুত বাৰু প্রাণনাথ চৌধুরির বাটতে সভা হইয়াছিল ঐ সভায় কলিকাতাস্থ কএক জন এবং কাশীপুর বরাহনগর আরিয়াদহ দক্ষিণেশ্বর বেলঘরিয়া পানিহাটি কুমারহাটি টাকি নুননগরপ্রভৃতি গ্রামবাসি বিশিষ্ট শিষ্টসমূহ লোক সভা সম্পাদক ক্রযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের আহবানপত্রের স্বারা আগমন করিয়াছিলেন পরে ধৰ্ম্মসভার কারণাবগত হইয়া চাদার বহিতে আপন২ স্বেচ্ছাপূর্বক স্বাক্ষরাঙ্কিত করিলেন তাহারদিগের নাম ধনদাতার শ্রেণীতে লিখিত হইল এবং ঐ সভায় ইহাও ধাৰ্য্য হইল র্যাহার। হিন্দুকুলোম্ভব কিন্তু সতীর দ্বেষী তাহারদিগের সহিত কাহার আহার ব্যবহার থাকিবেক না । অপর সভাধ্যক্ষ বারজনকে ঐ সভারোহণের সম্বাদ করা গিয়াছিল তন্মধ্যে ঐযুত বাৰু আশুতোষ দে শ্ৰীযুত বাবু গোকুলনাথ মল্পিক শ্ৰীযুত বাবু বৈষ্ণবদাস মল্লিক এবং শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুরের প্রতিনিধি শ্ৰীযুত বাবু উমানন্দ ঠাকুর উপস্থিত ছিলেন ইহারদিগের সাক্ষাতে সম্পাদককর্তৃক উক্ত হইল যে বার জন সভাধ্যক্ষ হইয়াছেন আর কএক জন অধিক এবং সম্পাদকের সহকারী এক জন হইলে ভাল হয় তাহারদিগের দ্বারা সমাজের কারণের অনেক উপকার হইতে পারিবেক তাহাতে অধ্যক্ষেরা উত্তর করিলেন ধনদাতারদিগের মধ্যে তুমি র্যাহাকে২ বিবেচনা করিয়াছ তাহা ব্যক্ত কর পরে কথিত হইল । শ্ৰীযুত মহারাজা বনয়ারিগোবিন্দ বাহাদুর । শ্ৰীযুত বাবু কাশীনাথ বন্দ্যোপাধ্যায় । —প্রাণনাথ চৌধুরী। —শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। —ভগবতীচরণ গঙ্গোপাধ্যায় ।