পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম vర్సిNల ২ রন্থয়৷ পাণ্ড তিন জন। ইহারা হোম করিয়া স্বৰ্যপূজা ও দ্বারপালপূজা পূৰ্ব্বক মহাপ্রভূর তিন বাড়ে ত্রিকালীন পূজার ভোগ দেন এবং বড় সিংহার অর্থাৎ মধ্যরাত্রে যে বেশ হয় সেই সময় পৰ্য্যস্ত পূজা করেন । ৩ ডিন জন পশুপালক । ইহারা অবকাশপূজা করে অর্থাৎ নিয়মিত পূজানস্তর যখন অবকাশ পায় তখন পূজা করে এবং রত্ব সিংহাসনে আরোহণ পূর্বক তিন পূজার সময় কাপড় পরাইয়া বেশ করাইয়া দেয় । ৪ ভীতবাহু । ইহারা যষ্টি ধারণপূর্বক অনিবেদিত ভোগের সঙ্গেই যায় সওয়ার অর্থাৎ ভোগবাহকেরদিগকে এককালে গোলমাল করিয়া যাইতে দেয় না যদি ভোগ মারা যায় তবে পূজারী পাণ্ডাকে উঠাইয়া জানে। % ৫ তলাহপরিছা । ইহারা সম্মুখের দ্বার বন্দ করে যদি ইহারা না থাকে তবে ভীতবাহু দ্বার বন্দ করিয়া খাড়া থাকে । ৬ পতিমহাপাত্র । ইহারা প্রতি দ্বাদশ যাত্রায় মধ্যরাত্রে অর্চনা করে ও স্বদ বসনকে বহন করে এবং স্নানযাত্রার পর নীলাদ্রিবীজনামক স্থানপৰ্য্যস্ত অৰ্চন করে ও অমসর অর্থাৎ স্নানযাত্রার পর কএক দিবস ঠাকুর পীড়িত থাকেন সে কএক দিবস পূজা করে । ৭ পবিত্রবড়। এই ব্যক্তি পূজার সময় উপচার সাজাইয়া দেয় ও পাণ্ডারদিগকে ডাকে । ৮ গরাবড়। এই ব্যক্তি পূজার সময় সম্মুখে দাড়াইয়া পশুপালক পাণ্ডারদিগকে জল দেয় । ন খুটীয়া । এই ব্যক্তি মহাপ্রভুর মই নামক পশুপালক অর্থাৎ যাহারা প্রত্যুষে মহাপ্রভুর নিদ্রাভঙ্গ করে তাহারদিগকে ডাকে এবং বেশের সময় বস্ত্র ও সম্ভামাল যোগাইয়া দেয় ও শ্রী অঙ্গের চৌকী থাকে । ১• পানিয়ামেকাপ । এই ব্যক্তি মহাপ্রভুর অলঙ্কার পশুপালকেরfদগকে দেয় এবং দ্বার বন্ধ হইলে তাবৎ অলঙ্কার গণিস্থা রাখে। যাত্রি লোক দ্রব্য দিলে পরিছা লোকের দ্বারা গণনা করিয়া দেয় । ১১ চাপড়ামেকাপ ॥ মহাপ্রভুর বেশের সময় বস্ত্র বাড়াইয়া দেয় ও গণিয়া রাখে যাত্রিরা কাপড় দিলে একবার পরাইয় গণিয়া রাখে । ১২ ভাণ্ডারমেকাপ অলঙ্কার ও বস্ত্র রাখে পানিয়ামেকাপ অলঙ্কার খুলিবার সময় গণিয়া রাখে ষাত্রিলোক অলঙ্কার দিলে একবার পরাইয়৷ ইহার জিন্মায় রাখে । ১৩ সওয়ার বড়ু । এই ব্যক্তি ভিতরের স্থান মার্জনা করিয়া ভোগের বড় থাল দেয় এবং মহাপ্রভুর মহনাকের পশুপালকেরদিগকে কাষ্ঠের আসন দেয় ও নিৰ্ম্মাল্য রাখিয়। সেবকেরদিগকে দেয় ।