পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ * Neveళ কৃষ্টিয়ানেরদিগের নিমিত্ত বরিয়েল প্লেষ আছে মুসলমানেরদিগের কেশেবাগান ও মানিকতলা নিশ্চিত আছে আরমানিরদিগের আরমানি গোরস্থান তত্তজাতির ব্যয়ে ক্রীতা ভূমি আছে এসকল স্থানের পরিমাণ বড় কিন্তু লোকসংখ্যা অত্যন্ত্র হিন্দুরদিগের শব যদ্যপি ভস্ম করিয়া থাকে আর এতো অধিক স্থানে প্রয়োজন নাই কিন্তু ক্ষুদ্র মৃত্তিকাতে অর্পণ করিতে ও দুই লক্ষ লোকের মরা দাহ করিতে দুই বিঘা স্থানের প্রয়োজন বটে । আমরা জানি না ধে এবিষয়ে রাজসরকারে নিয়মিতরূপে দরখাস্ত অদ্যাপি হইয়াছে কি না যদি না হইয়া থাকে তবে প্রার্থনা পত্র দিলে ইহার উপায় হইতে পারে নতুবা অন্য প্রকার চেষ্টা উচিত এশহরে প্রায় ষাটি হাজার বাট আছে ইহার দুইভাগ হিন্দু হইবেক ইহার বৎসরে যে টেক্স দেন তাহার চতুরাংশের একাংশ এক বৎসরের নিমিত্ত মাজিস্কেট বা লাটরি কমিটি সাহেবেরদিগকে দেন কিম্বা সকল যোত্রাপন্ন হিন্দুরা চাদ করিয়! অর্থ সঙ্গতি করেন কিম্ব যত লোক মরে বা যত শব কলিকাতার ঘাটে জালায় তাহার উপর নিশ্চিত কর স্থাপন করিয়া তছুৎপন্ন অর্থ সংগ্ৰহ করিয়া গঙ্গাতীরে রাস্থার ধারে জলের ভিতর ভিত্ত্বি উঠাইয়া তিন দিগে দেওয়াল দেওয়াইয়া দুইটি চত্বর নিৰ্ম্মিত করা যায় তাহতে পশ্চিম দিগ খোলা থাকে পোতা মৃত্তিকাতে ভরাট হয় তাহাতে ঐ শবদাহ কার্ষ্য হয় । যদি পাঠকবর্গের মধ্যে কেহ এ বিষয়ে পৌষ্টিকতা করেন তবে ইহার নক্স ও ব্যয়ের সংখ্যা ইত্যাদি আমারদিগের নিকট প্রস্তুত আছে প্রকাশ করিব । কেষাঞ্চিদস্থ্যোগিনাং । সং চং ( ২৭ জানুয়ারি ১৮২৭ । ১৫ মাঘ ১২৩৩ ) অস্ত্যেষ্টি ক্রিয়ার স্থান।--আমরা অত্যস্ত আহলাদপূৰ্ব্বক প্রকাশ করিতেছি ষে পূৰ্ব্বোক্ত বিষয়ে আমারদিগের অনিৰ্ব্বচনীয় যে ক্লেশ আছে তাহা নিবারণার্থে কোন২ মহানুভব মহাশয়েরদিগের চেষ্টাদ্বারা উপযুক্ত উপায় হওনোদ্যোগ হইয়াছে গুনিলাম ৰে নিমতলাহইতে বাগবাজারপর্য্যস্ত তিনটা শবদাহের নিমিত্তে স্থান হইবেক তাহা সম্পন্নার্থে এই শহরের ভাগ্যবান লোকেরদিগের মধ্যে একটা চান্দা হইয়াছে ইহা ব্যক্ত হইতেই কতিপয় জনের চান্দাতে প্রায় পাচ হাজার টাকা দস্তখত হইয়াছে আর অবশিষ্ট লোকেরদিগের এতদ্বিষয়ে যে অনুরাগ দেখিতেছি তাহাতে বোধ হয় যে অভাল্লায়াসে বিংশতি সহস্র মুদ্রা সংগ্ৰহ হইতে পারে অব ঐ টাকায় তিনটা ঘাট হইয়া এভং সংক্রাস্ত আর২ কৰ্ম্মও সম্পন্ন হইতে পারিবেক । ( বাঙ্গল সমাচার পত্ৰহইতে নীত । ) ( ২২ মার্চ ১৮২৮। ১১ চৈত্র ১২৩৪ ) অস্ত্যেষ্টি ক্রিয়ার নূতন স্থান –অবগত হওয়া গেল যে মোং নিমতলার ঘাটে মে অস্ত্যেষ্টি ক্রিয়ার স্বান নিৰ্ম্মাণ হইতেছিল তাহা এক্ষণে প্রস্তুত হইয়াছে বিশেষতঃ গত 8○