পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ ുട് আছেন যে তাহার দেড় ঘণ্টা কিম্বা ততোধিককাল পর্যটন করাইয়া ঘড়ী দেখাইয়া এক ঘন্টার বেতন দান করিবেন বেহার বেচারা তাহাতে বাক্য কহিতে পারিবে না কহিলে আইনানুসারে দণ্ডনীয় হইবেক স্বতরাং মাদারির মৃত্যু ৷ অতএব ঐ লেখক কহিয়াছেন যে সরকারি ব্যয়ে প্রত্যেক বেহারাকে এক২ টা ঘড়ী দেওয়া যায় তাহা হইলে বেহরোরা যখন পালকি ঘাড়ে করিবে তখন টেকহইতে ঘড়ী বাহির করিয়া দেখিবেক ও যখন পালকী নামাইবেক তখন বস্ত্রদ্বারা আপনারদের মুখের ঘাম মুচিয়া পুনৰ্ব্বার ঘড়ী দেখিবেক তাহাতে আরোহকের ঘড়ীর সঙ্গে যদি ঠিক মিলে তবে কিছু অন্যায় হইতে পরিবেক না কিন্তু যদি না মিলে তবে উভয়ে কলিকাতার বড় গ্রিজায় গিয়া আপনারদের ঘড়ী ঠিক করিবে কিন্তু সেখানে যাইবার মজুরি বেহারারদের নিজ খরচ । সে যে হউক বেহারার চলিয়া গিয়াছে হইতে পারে যে তাহারা শ্ৰীক্ষেত্র দর্শনে গিয়াছে । সংপ্রতি রথ যাত্র উপস্থিত ভরসা হয় যে একবার রথ টানিয়া কলিকাতায় আসিয়া পুনৰ্ব্বার পালকি বহিবেক । ইতোমধ্যে কলিকাত নগরে ঘোড়া সকল পালকীবেহার হইয়াছে এবং বোধ হয় যে দুই তিন হস্তার মধ্যে ঘোড়ারদেরও সভা হইয়া এক দরখাস্ত উপস্থিত হইবেক । ইহাও অসম্ভব নয় যেহেতুক হিতোপদেশ প্রভৃতি গ্রন্থের মধ্যে ষাড় শৃগালাদি কথা কহিয়াছে। ( ১ ডিসেম্বর ১৮২৭ - ১৭ অগ্রহায়ণ ১২৩৪ } সভাবাট —বাঙ্গাল ক্লোব নামে যে নুতন এক সভা এ প্রদেশে স্থাপিত হইয়াছে তাহার স্কুল বিবরণ পূৰ্ব্বে আমারদিগের কাগজে প্রকাশিত হইয়াছে পুনশ্চ ঐ বিষয়ের আরো কিঞ্চিৎ অবগত হওয়াতে পাঠকবর্গের জ্ঞাপনার্থে প্রকাশ করা যাইতেছে যে কলিকাতা নগরের গড়ের মাঠের নিকট এসপ্রেডরে নামে এক উত্তম চৌতালা বাট লওয়া গিয়াছে ঐ বাটতে দুইটা খানা খাইবার এবং দুইটা পঠনের ঘর আছে ঐ সকল ঘর অত্যুত্তম দ্রব্যেতে স্থশোভিত ও পঠনের ঘরে নানাপ্রকার নূতন ও বিলাতের প্রকাশিত পুস্তক এবং এতদ্ধেশীয় তাবৎ সম্বাদযুক্ত কাগজ প্রস্তুত আছে। এই সভাবাটতে যদ্যপি কেহ বাস করণেচ্ছুক হন তবে তাহাকে মাসিক এক মোহর কিম্ব প্রত্যেক সপ্তাহে চারি টাকা দিতে হইবেক । আর হাজিরি থাইলে প্রত্যেক লোককে এক তঙ্ক ও টিফিন অর্থাৎ জলপান করিলে ১ টাকা এবং মধ্যাহ্ন ভোজন করিলে ৩ টাকা দিতে হয় । ( বাঙ্গলা সমাচারপত্রহইতে নীত । ) ( ১৬ ফেব্রুয়ারি ১৮২২ । ৬ ফাগুন ১২২৮ ) কলিকাতার ২৬ লাটরী ॥—৮-৯ নম্বর টিকীটে ১• • • • • এক লক্ষ টাকা চুচুড়ার ইযুত প্ৰাণকৃষ্ণ লাহা ও প্রযুত লালমোহন পালের নামে উঠিয়াছে এ টাকা তাহারা তুল্যাংশক্রমে লইয়াছে এতভিন্ন অন্তং যে২ টকীট উঠিয়াছে তাহা নীচের তপশীলে জানা যাইবে ।... 翁铉