পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*@ト8 চনংবাদ পত্রে সেনকালের কথা মহাজন লোকের গোলা হইবে এবং ইহাও বিবেচনা করা যাইতেছে ষে সমুদ্রের তীরে বেআরাম লোকেরদের নিমিত্ত ঘর ও তাহারদের সমুদ্রে স্থান করিবার উপায় কি করা যায় । এবং সেখানহইতে শীঘ্ৰ কলিকাতাতে সমাচার পাওয়া যায় এ নিমিত্ত একটা টেলাগ্রাফ ও ডাকের ঘর ও পাকিটবোট রাখা যাইবে এবং কেহ বুঝে ষে ইহার পর ষে২ জাহাজ এখন কলিকাতাতে আইসে সেই সকল জাহাজ সেখানে থাকিবে ও জাহাজের বোঝাই একটা নূতন খাল দিয়া কলিকাতায় আসিবে এই সকল ফল যদি সিদ্ধ হয় তবে এই জঙ্গল যাহাতে এখন কেবল ব্যাঘ্ৰপ্রভৃতি বনজন্তু থাকে ও যাহাহইতে অনেক শারীরিক পীড়া জন্মে এমন ষে বন সে অতি রম্য স্থান হইবে । ( ১৪ নবেম্বর ১৮১৮ । ৩০ কাৰ্ত্তিক ১২২৫ ) গঙ্গাসাগর উপদ্বীপ —যাহারা গঙ্গাসাগর উপদ্বীপে বসতি করাইবার উদ্যোগ করিতেছোঁ তাহার কলিকাতার এক্সচেঞ্জে অর্থাৎ ক্রয় বিক্রয়ের ঘরে গত বুধবারে একত্র হইল এবং দশ জন সাহেব ও দুই এতদেশীয় লোককে সেই কৰ্ম্ম সম্পন্ন করিবার নিমিত্ত নিযুক্ত করিল সেই২ সাহেব লোকেরদের নাম এই ৷ ত্রযুত কমদোর হেএস সাহেব। ও শ্রযুত চালর্স ত্রেীএর সাহেব । ও শ্ৰীযুত জন ফুলাতন সাহেব । ও শ্ৰীযুত জেম্স কিদ সাহেব । ও শ্ৰীযুত উলিএম রিচার্দসন সাহেব । ও শ্ৰীযুত এল এ দেবিদসন সাহেব । ও শ্ৰীযুত জন হস্তের সাহেব । ও শ্ৰীযুত জোসেফ বারেটো সাহেব। ও শ্ৰীযুত রবর্ট মাক্লিনতক সাহেব । ও শ্ৰীযুত হরিমোহন ঠাকুর । ও শ্রযুত রামদুলাল দে । ( ২৭ মে ১৮২৪ । ১৫ জ্যৈষ্ঠ ১২২৭ ) গঙ্গাসাগর –অনেক লোক জ্ঞাত নহেন যে শ্ৰীশ্ৰীযুত আবাদ করিবার কারণ গঙ্গাসাগর উপদ্বীপ ভাগ করিয়া এতদ্দেশীয়েরদিগকে দিয়াছিলেন তাহাতে তাহার গঙ্গাসাগরের বন কাটাইয়া আবাদ করিতে উদ্যোগ না করিলে শ্ৰীশ্ৰীযুত তাহারদের সে দানপত্র অন্যথা করিয়াছেন এবং এখন গঙ্গাসাগরের বন কাটাইতে যে এতদ্দেশীয় ও ইংল্পগুীয় লোকেরদের মিলিত সংপ্রদায় স্থির হইয়াছে তাহার এখন ঐ বন কাটাইতেছেন।