পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ N&సిల్సి হাজার পাচ শত সাতাশী চতুরস্ৰ ক্রোশ। ঐ বৰ্দ্ধমান উনষাটি বৎসর ইংল্পগুীয়েরদের অধীন হইয়াছে সে এমত উর্বর ভূমি যে বাঙ্গাল ছাড়া হিন্দুস্থানের মধ্যে তেমন আর নাই ও উড়িস্যা ও মেদিনীপুর ও পাছেটি ও বীরভূমি ইহারদের জঙ্গলের মধ্যে ঐ বৰ্দ্ধমান আছে ইহাতে জ্ঞান হয় যে চতুদিকে মহাবনে বেষ্টিত মহাপুষ্পোদ্যান । মহারাজার অধিকারে ষোল শত চতুরস্ৰ ক্রোশ ভূমি সে অত্যুৎকৃষ্ট স্থান এবং ভূমি উৰ্ব্বর লোকতে পরিপূর্ণ। সতর শত বাইশ সনে অর্থাৎ সাতানব্বই বৎসর হইল মহারাজ কীৰ্ত্তিচন্দ্ররায় বাহাদুর অতিপ্রসিদ্ধ রাজা ছিলেন তাহার অনেক কাৰ্ত্তি এতদ্দেশে আছে । BBB BB BBBB BB BBBS BBBBB BBBS BB BBS BBBB BBB BBB BBB BB চৌরাশী সনে তাবৎ জিলার রাজকর সাড়ে তেতাল্লিশ লক্ষ ছিল সেই জিলার মধ্যে তিন প্রধান নগর বদ্ধমান ও ক্ষীরপাই ও বিষ্ণুপুর ও দুই প্রধান নদী দামোদর ও গঙ্গা । এই জিলার মধ্যে কোন ইষ্টকাদি নিৰ্ম্মিত কিল্প নাই কিন্তু পূৰ্ব্বে যে ছিল তাহার চিহ্ন আছে । সে জিলার মধ্যে ষোল ভাগ লোকের মধ্যে এক ভাগ মুসলমান সেখানকার রাজার তাবে BBBBS BBB BBB BB BB BB BBBBBB BBBBB BBBB BBB BBB BB হইয়াছে। এখন বিষ্ণুপুর বদ্ধমান জিলার মধ্যে গণ যায় কিন্তু পূৰ্ব্বকালে স্বতন্ত্র এক মহারাজ্য ছিল সেখানকার রাজার ক্রমে ছাপ্পান্ন পুরুষ এক হাজার নিরানব্বই বৎসর এক সিংহাসনে BB BB BBBS BBB BBB BB S BBB BB BBB BB BBB BBB BS BB রাজার সর্বস্ব লুট করিয়া লয় । সে দেশের মধ্যে ছয় শত আটাইশ চতুরস্ৰ ক্রোশ । তাহার রাজস্ব তিন লক্ষ ছিয়াশী হাজার টাকা । ( ২৪ ফেব্রুয়ারি ১৮১৯ । ১৪ ফাল্গুন ১২২৫ )4 哆 擎 # to ইতিহাস ।—কৃষ্ণনগর মোকামে এক ময়র দশহরা যোগের সময়ে যথেষ্ট সন্দেশ বিক্রয় করিয়া অনেক টাকা জমা করিয়া আপন দোকানে আপন নিকটে রাখিয়াছিল। পরে এক দুষ্ট লোক ঐ টাকার সন্ধান পাইয়া সন্দেশ ক্রয় করিবার ছলেতে আসিয়া দুই চারি আনার সন্দেশ ক্রয় করিয়া ঐ টাকা লইয়া যাইতে ময়রা তাহাকে ধরিল । পরে উভয়ে কহিল যে আমার টাকা ইহ কহিয়া বড় বিরোধ হইতে লাগিল কিন্তু উভয়ের সাক্ষী নাই। পরে তথাকার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় বাহাদুরের মধ্যম পুত্র রাজ সম্ভুচন্দ্র রায়ের নিকট ঐ টাকার মোকদম উপস্থিত হইল কিন্তু উভয়ের মধ্যে সাক্ষী কেহই দিতে পারে না মোকদ্দমার শেষও হয় না পরে রাজপুত্ৰ আপন চাকরের দ্বার। এক বাট জল আনাহয়৷ সেই জলে ঐ টাকা ফেলিলেন ফেলিবামাত্রে সন্দেশের স্কৃত ভাসিয়| উঠিল ইহাতে ময়রার টাকা সাবুদ হইয়। বিরোধ নিম্পত্য হইল । 8&s