পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۹o zBBB SBBB S BBBBBBD B aLLہف সেই সময়ে আর এক যুবা ব্যক্তি আসিয়া অগ্নিতে ধূপ দেয় তাহাতে ঐ পুরোহিতের শরীর ধূমেতে আচ্ছাদিত হয় । শেষে ঐ পুরোহিত অতিব্যথাযুক্ত মহুষ্যের মত আপন মাথা ঘুরায়। তাহাতে লোকেরা ভাবে যে পুরোহিতের উপরে দেও চড়িয়াছে। পরে ক্ষণে২ জিহবা বাহির করে ও অস্পষ্ট কথা কহে এবং লোকেরা যে তাহার কাছে পূজার সামগ্ৰী আনে এইরূপ সংকেত করে। তাহাতে লোকেরা ঐ দেওর অনুগ্রহ প্রাপণার্থে শূকর ও মুরগী ও ছাগল ও ডিম্ব চিনিপ্রভৃতি দ্রব্য আনিয়া ঐ পুরোহিতের পূজা করে। ঐ পুরোহিত আহুতির চালু কিঞ্চিৎ২ লইয়া সকলকে আশীৰ্ব্বাদ দেয় তাহার কারণ এই যে ঐ পৰ্ব্বতীয় লোকেরা যখন কাষ্ঠাদি আহরণের কারণ বনে যায় তখন কোন অমঙ্গল না ঘটে । ( ২৮ জুলাই ১৮২১ । ১৪ শ্রাবণ ১২২৮) সিংহভূমি ॥—সিংহভূমির মধ্যে লেড়কাকোল নামে এক জাতি আছে তাহারা হিন্দু তাহারদের পূর্ব নিবাস কোথা ছিল তাহা জ্ঞাত নাই কিন্তু এক শত বৎসর অবধি এই স্থান অধিকার করিয়াছে অকুমান হয় তাহারা পশ্চিমহইতে আসিয়া থাকিবে তাহারদের বসতি পাহাড়ের মধ্যস্থল সেখানকার ভূমি উর্বরা তাহারা উত্তমরূপে কৃষিকৰ্ম্ম করে ও গোমেষ শূকর হংস কুকুড়া প্রভৃতি পালন করে ও ভক্ষণ করে তাহারদের দেশের মধ্যে ছোট দুই নদী আছে এবং প্রত্যেক গ্রামের নিকটে এক২ গোরস্থান আছে কিন্তু লোককে গোর দেয় না। লোক মরিলে তাহাকে পোড়াইয়া সেই ভষ্ম গোরের মধ্যে রাখিয়া এক পাথর তাহার উপরে দিয়া চিহ্ন রাখে । সে লোকের বলবান ও সাহসী ও নিরালস্ত ও দস্থ্যকৰ্ম্মে পটু তাহারা পরিধানে এক বস্ত্রমাত্র রাখে তাহারদের যুদ্ধাস্ত্র ধনুৰ্ব্বাণ ও টাঙ্গী ইহাতে তাহারা অতিপারগ এবং এমত জানা আছে যে এক লেড়কাকোল এক আঘাতে এক ঘোড়ার মস্তকচ্ছেদন করিতে পারে । তাহারদের দুই প্রকার বাণ ছোট ও বড় কিন্তু ইহাতে বিষ নাই তাহারদের দৌরাত্ম্যপ্রযুক্ত নিকটস্থ লোকের অনেক ভয় হইত যেহেতুক তাহারা আপন দেশে বিদেশিরদিগকে পাইলে খুন করিত। অতএব তাহারদের দমনার্থ সেখানে সৈন্ত পাঠাওনের আবশ্বক হইয়াছিল তাহাতে দুই হাজার সৈন্ত সমেত ঐযুত করনল রিচার্ড সাহেব গিয়াছিলেন তাহার এ সৈন্য দেখিয়া পাহাড়ের মধ্যে প্রবেশ করিল। যখন সৈন্ত সেপৰ্য্যস্তও পছছিল তখন তাহারা প্রাণভয় তুচ্ছ করিয়া শোধ দিবার চেষ্টা পাইল । পরে সৈন্তেরা যখন তাহারদের খাদ্য প্রভৃতি আমল করিল তখন অনুপায় ভাবিয়া সৈন্তের নিকটে আসিয়া পরাজয় স্বীকার করিয়া আপন দেশাচার মত ব্যাভ্রের চৰ্ম্ম স্পর্শ করিয়া দিব্য করিল ও বন্দোবস্ত করিল। i ( ১১ মে ১৮২২ । ৩০ বৈশাখ ১২২৯ ) ~ স্বাভাবিক চোর ॥–মাড়োয়ার দেশে বাগরি নামে এক জাতি আছে তাহার স্বাভাবিক চোর পরদ্রব্যাপহরণদ্বারা প্রতিপালিত হয় তাহারা কহে যে শ্ৰীশ্ৰীছুর্গাদেবীর গবাদি সেবা আমরা