পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—“বঙ্গদূত’ হইতে সঙ্কলিত ^డి \;ూఫి আপনারদের ভূত্যেরদের এই নিজব্যবসায়েতে অতি প্রতিকূল ছিলেন এবং ১৭৬৪ সালে তাহারা সেই সকল ব্যবসায় তাহারদের হস্ত ছাড়া করণার্থে অনিবাৰ্য্য হুকুম প্রেরণ করিলেন । কিন্তু লার্ড ক্লাইব সাহেব কোম্পানি বাহাদুরের এই হুকুমের বিপরীতাচারী হইয়া ১৭৬৫ সালে কোম্পানির ভূত্যেরদের নিজ উপকার নিমিত্তে লবণ ও সুপার ও তামাকু ইত্যাদি প্রব্যের ব্যবসায় করণার্থে কলিকাতায় এক সমাজ স্থাপন করিলেন। বিলায়তের কৰ্ত্তারা ইহাতে যেন বিরক্ত না হন এতদৰ্থে তিনি এই নিয়ম করিলেন যে আপন কতৃক স্থাপিত সমাজে যত লবণ বিক্রয় করিবেক সেই লবণের উপরে শতকরা ৩৫ পয়ত্রিশ টাকার হারে মামুল সরকারে দেওয়া যাইবে । তিনি আরো বিংশতি বৎসরের অধিক যে আন্দাজ মূল্যে লবণ বিক্রয় হইয়াছিল তাহ হইতে শতকরা পনের টাকা করিয়া কমে বিক্রয় করিতে লাগিলেন । * ইহার অবশিষ্ট আগামিতে প্রকাশ পাইবেক । ( ১৯ ডিসেম্বর ১৮২৯ । ৬ পৌষ ১২৩৬ ) কলিকাতার টেনহালের সমাজ —শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের ফরমানের মিয়াদ অতীত হইলে যে২ নিয়মের আবশুক বোধ হয় তদ্বিষয়ে পালিমেণ্টে এক দরখাস্ত দেওনার্থে টেনেহলে অনেক ইউরোপীয় ও এতদেশীয় লোক গত মঙ্গলবারে সমাগত হইয়াছিলেন । তৎকালে সকলের সম্মতিতে নান প্রকরণ ধাৰ্য্য হইল । সেসকল পশ্চাৎ পালিমেণ্টে প্রেরয়িতব্য দরখাস্তের অন্তর্গত হইল এবং ঐ দরখাস্তে সৰ্ব্বসাধারণ লোকের স্বাক্ষর হওনার্থে কলিকাতার এক্সচেঞ্জ ঘরে রাখ! যাইবে । ঐ সভায় পরামর্শ সিদ্ধ দ্বিতীয় কথা এই যে ভারতবর্ষ ও ইংলণ্ডদেশে যে বাণিজ্য চলিতেছে তাহার বাস্থল্য হইতে পারে কিন্তু বৰ্ত্তমান কালে ভারতবর্ষজাত দ্রব্যের উপরে যে অধিক মাস্থল ধাৰ্য্য আছে এবং ইংলণ্ডীয়েরা ভারতবর্ষের কৃষিকৰ্ম্মে আপনারদের নৈপুণ্য ও ধন সংযোগ করিতে যে প্রতিবন্ধক আছে এই উভয় কারণে উভয় দেশের মধ্যে চলিত বাণিজ্যের বুদ্ধির ব্যাঘাত হইতেছে। কিন্তু এই সমাজে সমাগত লোকেরদের ७झें ভরসা আছে যে পালিমেণ্টে সুবিবেচনা পূৰ্ব্বক সে ব্যাঘাত দূর করিয়া উভয় দেশের মঙ্গল জনক বাণিজ্যের উন্নতি করিবেন। পরামর্শ সিদ্ধ তৃতীয় বাক্য এই যে ভারতবর্ষ হইতে যে জিনিস রফত হয় তাহ। প্রস্তুত করণে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুর আপনার রাজস্বোৎপন্ন টাকা যে ব্যয় করেন ইহাতে ভিন্ন২ মহাজনেরদের উদ্যোগের ব্যাঘাত হইতেছে এবং দেশের অমঙ্গল এবং কোম্পানি বাহাদুরের ও ক্ষতি হইতেছে এবং যে পৰ্য্যস্ত কোম্পানি এতদ্দেশের বাণিজ্য ব্যাপারে নিবৃত্ত না হন সেপৰ্য্যস্ত এব্যাঘাতের কিছু প্রতিকার হইবে না।-- পরামর্শসিদ্ধ ষষ্ঠ কথা এই যে এদেশে ইউরোপীয় লোকেরদের প্রভি গবরণমেণ্ট