পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—“বঙ্গদূত’ হইভে সঙ্কলিত రివారి ধনসঞ্চয় করিতে সক্ষম হইতেন আর উপার্জন করণার্থে যথায় পৈতৃক ধনের কিঞ্চিৎ ও ব্যবহার হয় সেস্থলে যদিস্যাৎ সাংসারিক ব্যাপারে অকৃতিভ্রাতা নিযুক্তও নাথাকেন তথাপি তিনি অংশ পাইয়া থাকেন এব্যবস্থাও যুক্তিসিদ্ধ বটে। অপর পৈতৃকধন কিঞ্চিৎ লইয়া ভদ্বারা যে সহোদর ধনলাভ করিয়াছেন তাহার ন্যায় যে সহোদরের সেই ধন না লইয় থাকেন এবং তজ্জন্ত র্তাহারদিগের লাভ নাহইয়া থাকে এতাবতা কখন এমত নিশ্চয় করা যায় না যে সেব্যক্তি পৈতৃকধন ব্যবহার করিলে তাহার লাভ হইতনা । বরং সিদ্ধাস্ত এই যে সেই পূৰ্ব্বধন অপর ধনেপোর্জনের মূলীভূত কারণ এবং কি পরিমিত ধনব্যবহারে পৈতৃক ধনোপঘাত সপ্রমাণ হয় বা নাহয় তাহার নিরূপণ করা অসাধা ॥ ( ১৩ জুন ১৮২৯ ৷ ১ আষাঢ় ১২৩৬ ) ডালি দেওনের নিষেধ কল্পনা ॥—জনরব হইয়াছে যে এতদেশীয় লোকের নিকট হইতে কোম্পানি বাহাদুরের রাজকীয় ও যুদ্ধ সম্পৰ্কীয় কাৰ্য্য সম্পাদক সাহেব লোকের ফল মূল আমিষ্যাদি ঘটিত ডালি অর্থাৎ উপঢৌকন গ্রহণ করণে নিষেধ কল্পনা হইতেছে কিন্তু এরূপ উপঢৌকন দেওয়ার তাৎপৰ্য্য কেবল সাহেব লোকের সম্বৰ্দ্ধনা করা মাত্র নতুবা ফল মূলে তাহারদের কি ফলোদয় কিন্তু গ্রহণ না করিলে প্রেরকের অপমান সম্ভব অতএব এই বহুকাল প্রসিদ্ধ শিষ্টাচারের কি অত্যাচার বোধ হইয়াছে তাহা অন্মদাদির লঘুবোধের বোধ্যতীত । { ২৬ সেপ্টেম্বর ১৮২৯ । ১১ আশ্বিন ১২৩৬ ) রাস্থার তদারক —আমরা জ্ঞাত হইলাম ষে শ্ৰীশ্ৰীযুত এতন্নগরের রাস্থা সকল তদারক করিতে তাবৎ মাজিস্ত্রেটের উপর আজ্ঞা দিয়াছেন এবং মফস্বলের গ্রামের মধ্যদিয়া যে সকল রাস্থা গিয়াছে তাহার উত্তমতা করিবার জন্যে জমীদারদিগের সাহায্য করিতে হুইবেক কিন্তু কিপ্রকারে জমীদার লোক সাহায্য করিবেন তাহা আমরা জ্ঞাত হই নাই । ( ২৪ অক্টোবর ১৮২৯ । ৯ কাৰ্ত্তিক ১২৩৬ ) কলিকাতার পুলিস —.. কলিকাতার পুলীসের চৌকীদার প্রভূতির দৌরাত্ম্য ও তজ্জন্ত নগর বাসিরদিগের মানের হানি ও মনের গ্লানি ইত্যাদি শ্ৰীশ্ৰযুতের কর্ণগোচর হওয়াতে তিনি কোম্পানির কার্য্যসম্পাদক সাহেব লোক ও বাণিজ্য ব্যবসায়ি ও অন্য২ সাহেব লোক সংশ্লিষ্ট এক কমিটী নিদিষ্ট করিয়াছেন যে তাহারা যথার্থরূপে পূৰ্ব্বোক্ত বিষয় সকল অবগত হইয়া এমত বিহিত বিবেচনা করেন যে পুলস সম্পৰ্কীয় দৌরাত্ম্য সম্যক প্রকারে রহিত হয় এবং পুলাসের যথার্থ তাৎপৰ্য্য ছষ্টের দমন ও প্রজালোকের নিরুপদ্রবে কালযাপন তাহাও সিদ্ধ হয়। সংপ্ৰতি অতি আহলাদ পূর্বক জ্ঞাপন করিতেছি যে ঐ পূৰ্ব্বোক্ত কমিটী সাহেবেরা সমৰ্পিত ভার নির্বাহ 4t e