পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মgবাদ শত্রে মেনকাল্ডেনব ক হfা سوچ 9 ميلا করিয়া প্রতি মাসে সহস্র মুদ্রা দেওনে অঙ্গীকার করিয়াছেন। ঐ পূৰ্ব্বোক্ত মন্দিরের শ্রেণী প্রস্তুত হইলে অনুমান ষে সাগর হইতে প্রতিদিন উদ্ধ সংখ্যা ছয়বার সমাচার পাওয়া যাইতে পারিবেক অর্থাৎ সে স্থানে কোন জাহাজ পৌছিলে কএক পলের মধ্যে জাহাজের নাম ও তাহাতে যে কেহ আরোহণ করিয়া থাকেন তাহারদের নাম বিশেষতঃ বিলাতের ও অন্ত২ স্থানের কোন বিশেষ সমাচারের স্থল বৃত্তান্ত অনায়াসে পাওয়া যাইবেক - । ( ১৩ জুন ১৮২৯ । ১ আষাঢ় ১২৩৬ ) গৌড়দেশের শ্ৰীবৃদ্ধি ॥—গত কএক বৎসরের মধ্যে কলিকাতায় ও গৌড় রাজ্যের সর্বত্র অনেক ধন বৃদ্ধি হইয়াছে ইহার কোন সন্দেহ নাই অতএব কি কারণে বৃদ্ধি হয় তাহার অনুসন্ধাম করা আমারদিগের সুতরাং আবখক, অতএব লিখিতেছি এই দেশের পূৰ্ব্বাপেক্ষা যে এক্ষণে অবস্থাস্তর হইয়াছে ইহার কারণ এই ষে পূৰ্ব্বাপেক্ষ ভূম্যাদির মূল্য বুদ্ধি হইয়াছে, দ্বিতীয়তঃ এ দেশে অবাধে বাণিজ্য ব্যবসায় চলিতেছে, বিশেষতঃ অনেক য়োরোপীয় মহাশয়েরদিগের সমাগম হইয়াছে, অতএব এই ত্ৰিবিধ কারণকে দৃঢ়ীভূত করণার্থে নানা প্রকার প্রত্যক্ষ প্রমাণ দেওয়া যাইতে পারে কিন্তু যেহেতুক ঐ সকল কারণ সহজেই প্রত্যক্ষ অতএব তাহার ভূমিকার অপেক্ষা নাই যেহেতুক প্রত্যক্ষে কিং প্রমাণং , পূর্ব ত্রিশ বৎসর যেসকল ভূমি ১৫ পোনের টাক মূল্যে ক্রীত হইয়াছিল এক্ষণে ৩০০ তিন শত টাকা পৰ্য্যস্ত তাহার মূল্য বৃদ্ধি হইয়াছে এবং এইরূপ অনেক দৃষ্টাস্ত দৃষ্ট, এমতে ভূম্যাদির মূল্য বৃদ্ধির দ্বারা সম্পদ হওয়াতে জনপদের পদ বৃদ্ধি হইয়াছে যেসকল লোক পূর্বে কোন পদেই গণ্য ছিল না এক্ষণে তাহারা উৎকৃষ্ট নিরুষ্ট উভয়ের মধ্যে বিশিষ্টরূপে খ্যাত হইয়াছে এবং দিন দিন দীনের দীর্ঘত হ্রস্বতীকে পাইয় তাহারদিগের বাস্তব দিন প্রকাশ পাইতেছে । এই মধ্যবিত্তেরদিগের উদয়ের পূৰ্ব্বে সমুদয় ধন এতদ্দেশের অত্যয় লোকের হস্তেই ছিল তাহারদিগের অধীন হইয়া অপর তাবৎ লোক থাকিত ইহাতে জনসমূহ সমূহ দুঃখে অর্থাৎ কায়িক ও মানসিক ক্লেশে ক্লেশিত থাকিত অতএব দেশব্যবহার ও ধৰ্ম্মশাসন অপেক্ষ ঐ পূৰ্ব্বোক্ত প্রকরণ এতদ্দেশে স্থনীতি বৰ্ত্তনের মূলীভূত কারণ হইতেছে ও হইবেক । এই নূতন শ্রেণী হইতে যেসকল উপকার উৎপাদ্য তাহীর সংখ্যা ব্যাখ্যাতিরিক্ত এবং ঐ অসংখ্যোপকার কেবল গৌড়দেশস্থ প্রজার প্রতিই এমত মহে কিন্তু ইংল্লওপতির এতদ্ধেশীয় রাজ্যের সৌভাগ্য ও স্থৈৰ্য্য প্রতিও বটে। অতএব যেহেতুক লোকেরদিগের যখন এপ্রকার শ্রেণীবদ্ধ হইল তখন স্বাধীনতাও অদূরে সেই শ্রেণী প্রাপ্ত হইবেক । ইহার অধিক দৃষ্টান্ত কি দিব ইংল্পণ্ডের পূৰ্ব্ববৃত্তাস্ত দেখিলেই প্রত্যক্ষ হইবেক । *k যেহেতুক ইংগ্রগু দেশে নারমন রাজার জয় হইলে পরে প্রজাসমস্ত তদধীন হইল এবং তথাকার ভূম্যধিকারির যে প্রকার এতদেশীয় জমীদারসকল কিয়ৎকাল পৰ্য্যস্ত কালযাপন করিয়াছিলেন র্তাহারাও সেই রূপে কালযাপন করিতেন কিন্তু তাহারদিগের ধনবৃদ্ধি অষ্টম