পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ જે ভাল হয় যে তাহাতে এক জন প্রধান এবং অধীন লোকদ্বয় নিযুক্ত হয় এবং সামান্ত সমাজস্থ লোকেরদিগের বৎসর ২ নিযুক্তকরণ উত্তম বোধ হয় অপর যে২ সমাজস্থের নিযুক্ত হইবেন র্তাহার এক২ মোহর করিয়া সেলামী দিবেন। অপর এই সমাজে যে এতদ্দেশীয় ভাগ্যবান লোকেরা নিযুক্ত হন এ বিষয়ও অতিবাঞ্ছনীয় যেহেতুক সমাজের প্রধান কাৰ্য্য তাহারদিগের অধিকারের এবং প্রজারদের মঙ্গল জানিবেন অতএব তাহার যে সমাজস্থ হইতে পরিবেন ইহা কেবল নয় কিন্তু অন্য২ ভাগ্যবান ইংগ্রগুীয়েরদের দ্যায় সমাজেতে সকল প্রকার পদস্থ হইতে পরিবেন ইহা অতিবাঞ্ছনীয় । গৌড়ীয় সমাজ ( ৮ মার্চ ১৮২৩ ৷ ২৬ ফাল্গুন ১২২৯ ) সভা — ৬ ফালগুণ রবিবার রাত্রি ৮ ঘণ্টার সময়ে কলিকাতার হিন্দু কলেজে এক সভা হইয়াছিল তাহার বিবরণ এতদেশীয় লোকেরদের বিদ্যানুশীলন ও জ্ঞানোপার্জনার্থে এক সমাজ স্থাপন হয় এতদভিপ্রায়ে এতন্নগরস্থ অনেক বিজ্ঞ ব্যক্তিরদিগকে আহবান করা গিয়াছিল তাহার মধ্যে যাহারা ঐ নিণীত সময়ে আগমন করিয়াছিলেন তাহারদিগের নাম এবং সভাতে ষে প্রকার কথোপকথন হইয়াছিল তাহ লিখ! যাইতেছে । ঐ সভায় আগত ব্যক্তিরদিগের নাম । শ্ৰীযুত রামজয় তর্কালঙ্কার ও শ্ৰীযুত উমানন্দন ঠাকুর ও শ্ৰীযুত চন্দ্রকুমার ঠাকুর ও শ্ৰীযুত দ্বারিকানাথ ঠাকুর ও শ্ৰীযুত রাধামাধব বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত কাশীকান্ত ঘোষাল ও শ্ৰীযুত কাশীনাথ তর্কপঞ্চানন ও শ্ৰীযুত গৌরমোহন বিদ্যালঙ্কার ও শ্ৰীযুত লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায় ও শ্রবুত শিবচরণ ঠাকুর ও শ্ৰীযুত বিশ্বনাথ মতিলাল ও শ্ৰীযুত তারাচাদ চক্রবর্তী ও শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত রামদুলাল দে ও শ্ৰীযুত রাধাকান্ত দেব ও প্রযুত কালাচাঁদ বস্থ ও শ্ৰীযুত রামচন্দ্র ঘোষ ও শ্ৰীযুত রামকমল সেন ও শ্ৰীযুত কাশীনাথ মল্লিক ও শ্ৰীযুত বীরেশ্বর মল্লিক ও শ্ৰীযুত রসময় দত্ত এবং আর২ অনেক বিজ্ঞ লোক । এহারদিগের আগমনানন্তর প্রথম শ্ৰীযুত বাবু রাধাকাস্ত দেব কহিলেন যে অন্ত এই সভার চারম্যান অর্থাৎ সভাপতি ত্রযুত রামকমল সেন হউন। পরে শ্ৰীযুত উমানন্দন ঠাকুর তাহার পুষ্টি করিলেন পরে শ্রযুত রামকমল সেন চারম্যান অর্থাৎ প্রধানরূপে মনোনীত হইয়া ঐ সভাস্থ সকলকে সম্বোধন করিয়া কহিলেন অদ্য এই সভাতে মহাশয়েরদিগের যদৰ্থে আহবান কর। গিয়াছে তাহার কারণ এই যে সাধারণ আমারদিগের কোন সোসৈমিটী অর্থাৎ সমাজ সম্বন্ধ নাই ইহাতে কি২ ক্ষতি আর থাকিলে বা কি উপকার এতদ্বিষয়ে কিঞ্চিং, লিথ গিয়াছে অনুমতি হইলে পাঠ করা যায়। পরে সকলেই অল্পমতি করিলে শ্ৰীযুত গৌরমোহন বিদ্যালঙ্কার ভট্টাচাৰ্য্য ૨