পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় $$9వ পৃ. ৯৭-১০৪—সাময়িক পত্র। বাংলা সাময়িক পত্রের জন্মকাল ১৮১৮ হইতে ১৮৩৯ সন পর্য্যন্ত প্রকাশিত সকল সাময়িক পত্রের বিস্তৃত ইতিহাস ও রচনার নিদর্শন আমার দেশীয় সাময়িক পত্রের ইতিহাস, ১ম খণ্ডে পাওয়া যাইবে । এই পুস্তক প্রকাশিত হইবার পর মাত্র একখানি নুতন মাসিক পত্রের সন্ধান পাইয়াছি। এই কাগজখানির নাম ‘খ্রীষ্টের রাজ্যবৃদ্ধি’—খ্ৰীষ্টধৰ্ম্ম প্রচারের সহায়তাকল্পে শ্রীরামপুর হইতে প্রকাশিত হয় । ইহার প্রথম সংখ্যার প্রকাশকাল মে, ১৮২২ । এ-সম্বন্ধে বিস্তৃত আলোচনা ১৩৪৩ সালের প্রথম সংখ্যা ‘সাহিত্য-পরিষৎ-পত্রিকায় ( পৃ. ২৩-২৪ ) দ্রষ্টব্য । পৃ. ৯৭—“ক্যালকাটা জর্ণাল’ । ‘ক্যালকাটা জর্ণল পত্রের সম্পাদক ছিলেন জেমস সিল্ক বাকিং৮াম । এই ইংরেজী কাগজখানিক্স অনুষ্ঠানপত্র ( Prospectus ) ১৮১৮ সনের সেপ্টেম্বর মাসে, এবং প্রথম সংখ্যা ২রা অক্টোবর প্রকাশিত DD S SDDBBBS BBBS BBB BBBBBBB BBBB BBBS BBBB BB BBBBB BB শেষে প্রাত্যহিক পত্রে পরিণত হয় । সিন্ধ বাকিংহাম রামমোহন রায়ের এক জন বিশিষ্ট বন্ধু ছিলেন । ‘ক্যালকাট। জর্ণলে’র “এশিয়াটিক ডিপার্টমেণ্ট"-বিভাগের পৃষ্ঠাগুলি সযত্নে অনুসন্ধান করিলে রামমোহন রায় সম্বন্ধে এখনও কিছু নূতন সংবাদ মিলিতে পারে। এই বিভাগে রামমোহন রায়ের ‘সম্বাদ কৌমুদী পত্রের বহু সংখ্যার বিষয়-স্বচীর এবং অনেক রচনার ইংরেজী অনুবাদ প্রকাশিত হইয়াছে। ২৩শ সংখ্যক সম্বাদ কৌমুদী পত্রের বিষয়-সূচীর তালিকায় রামমোহন রায়ের মাতার মৃত্যু-সংবাদ আছে ; এই ঘটনার তারিখটি এত দিন আমাদের জান ছিল না । সংবাদটি এইরূপ :– ...12–Died on the 21st of April, at Khettru (Jus/germantl ) where she has resided for two years, the Mother of Dewan Ram Mohun Roy ; and her obsequies were to be performed on the 4th of May.--The Calcutta Journal for May 13, 1822, p. 174. রামমোহন মীরাং-উল-আখবার’ নামে একখানি ফার্স সংবাদপত্র সম্পাদন করিতেন । ‘ক্যালকাট। জর্ণালে’র “এশিয়াটিক ডিপার্টমেন্ট”-বিভাগে এই ফাসী সংবাদপত্রের অনেকগুলি সংখ্যার বিষয়-সূচীর এবং অনেক রচনার ইংরেজী অম্বুবাদ পাওয়া যাইবে । ৮ জুলাই ১৮২২ তারিখে কলিকাতার লর্ড বিশপ মিডলটনের মৃত্যু হয় । এই প্রসঙ্গে রামমোহন মীরাৎ-উল-আখবারে যাহা লিখিয়াছিলেন, তাহার ইংরেজী অনুবাদ পরবর্তী ১৩ই জুলাইয়ের ‘ক্যালকাটা জর্ণালে প্রকাশিত হয় । এই অংশটি নিম্নে উদ্ধত করিতেছি :- - MIRAT-ool.-Ukhi AR. To the Editor of she Journal. Sir, The accompanying is a verbal Translation of an Article respecting the Death of the late Bishop of Calcutta, which I found in the Mirut-ool-Ukhhar. If you find it worthy of insertion, it is at your service.—I an, Sir, Your very obedient Servant, A FRIENIX. “The demise, on the 8th of July, of a person of high rank and dignity, a supporter of tho doctrine of the glorious Trinity, an adept in