পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৭৬ সংবাদ পত্রে মেকালেনর কথা । BBBBB S BBB DDB BB BBB BBB BB BBB BB BBBB BB S BBBB BBS পুর তুলনা দিবার নারি সর্বমঙ্গলা যেই পুরে । রাজা অতি পুণ্যবান হরিভক্তিপরায়ণ লক্ষ্মী নারায়ণ যার ঘরে ।” ‘সংবাদপত্রে সেকালের কথা’র ১৭৮ পৃষ্ঠায় বৰ্দ্ধমানে রাধাগঞ্জ নামে নূতন হাট বসাইবার ও ৰাক নদীর উপর পুল নিৰ্ম্মাণের সংবাদ অাছে। হরিহরমঙ্গল সংগীতেও তাহার কথা এইরূপ পাওয়া যায় :

  • ঞ্জযুক্ত শ্ৰীতেজশ্চন্দ্ৰ নৃপতি । ব্ৰহ্মাও পূর্ণিত যার খেয়াতি । শহর শোভন করে ভূপতি । BB BB BB BBB BB BBBBB BB BBB BBS BB BB BB BBD DB S BB সরোবর নিৰ্ম্মল জল । কুমুদ কহলার ফুল্ল কমল । ... রাধাগঞ্জ নামে নূতন হাট। কি কব তার শোভা ঠাট ঘাট ॥---বাকাতে বান্ধিয় দিলেন সেতু । সুখে সকলের পারের হেতু।” (পৃ. ১৯ )

২৯ নবেম্বর ১৮৫৪ তারিখে পরাণবাবুর স্ত্রী-বৰ্দ্ধমানাধিপতি মহতাবচন্দ্রের গর্ভধারিণী পরলোকগমন করেন। শ্রাদ্ধসভায় মহারাজার সম্মুখে এক শাস্ত্রীয় বিচার হয়। পরবর্তী ১৯ ডিসেম্বর ( মঙ্গলবার ) তারিখে গৌরীশঙ্কর তর্কবাগীশ তৎসম্পাদিত সম্বাদ ভাস্করে’ এই বিচারের নিম্নোঙ্কত বিবরণ প্রকাশ করেন :– o শ্রাদ্ধ সভায় ব্রাহ্মণ পণ্ডিত মহাশয়ের প্রার্থনা করিয়াছিলেন উভয় পক্ষে মধ্যস্থ রাখিয়া একবার ক্রীযুতের সমক্ষে শাস্ত্রচর্চা হয় তাহাতে অধিরাজ বাহাদুরের আজ্ঞানুসারে আমরা v দেওয়ান প্রাণচন্দ্র বাবুর রাসবাটীতে নবদ্বীপাদি সমাজস্থ প্রধান২ অধ্যাপক মহাশয়গণকে আবাহন করিয়াছিলাম, দেওয়ান বাধু পঞ্চাশৎ সহস্র মুদ্র ব্যয়ে ঐ বাট প্রস্তুত করাইয়াছিলেন, রাসৰাটার দালান ও নাটমন্দিরাদি সমস্তই প্রশস্ত ও নানা প্রকার প্রস্তর মণ্ডিত, তাদৃশী রাসবাটা দুটা দেখি নাই সুতরাং তাহার দৃষ্টান্তস্থলের অভাব হইল, তাহার পূর্বাংশে ঠাকুর বাড়ী, তাহ যেমন সুশৃঙ্খলাপূর্বক সুনিৰ্ম্মিত হইয়াছিল তেমনি সুসজ্জিত হইয়াছে ঐ বাড়ীতে প্রবেশ মাত্রই জ্ঞান হয় যেন অমরপুরে আগমন করিলাম, প্রাঙ্গণাবধি সোপান দালানাদি সমস্তই মৰ্ম্মর প্রস্তর মণ্ডিত, লক্ষ্মীমূৰ্ত্তি সহিত শ্ৰীশ্ৰীমদনমোহন মূৰ্ত্তি ঐ দালানে বিরাজমান আছেন তাহার দক্ষিণ বামে ৮ দেওয়ান বাবুর এবং তাছার দুই স্ত্রীর ও ক্রযুত শ্বামচাদ বাবু ৮ তারাচাদ বাবু শ্ৰীযুত রাসবিহারীবাবু এবং ইহঁারদিগের সহধৰ্ম্মিণীগণের প্রতিষ্ঠিত গোপাল বিগ্রহ সকল অনুগ্রহ প্রকাশ করিতেছেন, লক্ষ মুদ্রা ব্যয়ে ঐ বাড়ী নিৰ্ম্মাণ হইয়াছিল, আমরা বাহিরে পাঁচ খণ্ড দেখিয়াছি প্রতি খণ্ডে দেওয়ান বাবু শৌৰ্য্য বীৰ্য্য গাম্ভীৰ্য্য মহৈশ্বৰ্য্যাদি প্রকাশ করিয়া গিয়াছেন, ত্রযুক্ত রাসবিহারি বাবুর উপবেশনাগার নানা প্রকার ঐশ্বৰ্য্যাদি দ্বারা অতি মনোহর দৃষ্ট হয়, ঐ বাটীর দ্বার সকল যেমন উচ্চ তেমনি প্রশস্ত, সমশ্রেণী হইয়। দুই তিনটা বৃহদাকার হস্তী প্রবেশ করিতে পারে, সিংহদ্বার প্রবেশ করিতে দক্ষিণ ভাগে এক মহাদেব দর্শন দেন, শূলপাণি যাহার দ্বারপাল সে বাটতে কি কমলা চঞ্চল হইতে পারেন ঐ বাটী হইতে বৰ্দ্ধমান কমল রাজমহিলা হইয়াছিলেন, এবং দেওয়ান বাবুর যে পুণ্যশীল মহিলার এই শ্রাদ্ধ BBB BBB BBD BBS BBB BB BB BBBB BBBBB TBBDDBB DDBBDS BBDDDS অবতীর্ণ হইয়াছেন-• • । গত বুধবার সন্ধ্যার পরে পূৰ্ব্বোক্ত রাসবাটার নাটমন্দিরে শ্ৰীমন্নরেশ্বর বাহাদুর দিব্যাসনে উপবিষ্ট হইলেন এবং প্রধান২ ব্ৰাহ্মণ পণ্ডিত মহাশয়গণকে র্তাহার সাক্ষাতে উপস্থিত করিতে আমারদিগকে অনুজ্ঞা দিলেন তাহাতে আমরা নবদ্বীপাদি সমাজস্থ মহামহিমগণকে ঐযুতের সমক্ষে আবাহন করিলাম পরে প্রথমতঃ ভবশঙ্কর বিদ্যারত্ন মহাশয়ের পক্ষ হইতে স্মৃতি শাস্ত্রের পূর্বপক্ষ হয়, এই সময়ে আমর। এক বক্তত করিয়াছিলাম তাছ। এই । “হে মহামহিমগণ, আমি পূর্বের এক কাহিনী বলি, আপনার শ্রবণ করুন, আপনায়। বৰ্দ্ধমান রাজসমাজে বিচার করিতে আসিয়াছেন, এক সময়ে এই বৰ্দ্ধমান রাজ্যেন্দ্র স্বৰ্গবাসি নরেন্দ্র মহারাজা