পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nడి శ్రీ - মংবাদ পত্রে মেকানের কথা নিৰ্মাণবিজ্ঞা শিক্ষা করিবেক। ইহারদের মধ্যে কোন ব্যক্তির দোষ হইলে পলটনের সিফাfহরদের ধারামত তাহার বিচার হইবেক । লা মাৰ্ত্তিনিয়ের কলেজ ( ৪ এপ্রিল ১৮২৯ ।। ২৩ চৈত্র ১২৩৫ ) জেনরল মার্টিন – ৬-৭ বৎসর হইল জেনরল মার্টিননামক এক ব্যক্তি আট টাকা করিয়া বেতন পাইয়া সিপাহীর বেশে এ দেশে আইল তাহীর কিছু ধন কিম্বা কৌলীন্ত ছিল না কিন্তু তাহার কিঞ্চিৎ বুদ্ধি ছিল কোন যোগে তিনি,নীচের সেনাপতির পদপ্রাপ্ত হইলেন। এইরূপে একটু জো পাইয়া তিনি টাকা কুড়াইতে লাগিলেন কিছু কালের পর তিনি ক্রমে২ উচ্চ পদপ্রাপ্ত হইলেন এবং তাহার টাকার রাশির বৃদ্ধি হইতে লাগিল এইরূপে ৪০ বৎসরপর্য্যন্ত উদ্যোগ করত তিনি ৫০ পঞ্চাশ লক্ষ টাকা সঞ্চয় করিলেন। অপর লক্ষ্মণেীর নিকটস্থ আপন উদ্যানে রাজবাটীর স্তায় বড় এক কবর গ্রন্থন করাইলেন এবং তিনি এখন সেখানে শায়িত আছেন মরণের পূৰ্ব্বে তিনি এক দানপত্র লিখিয়া যান তাহাতে তিনি নানা ধৰ্ম্মার্থে কতক ধন ফ্রান্সদেশে আপন জন্মস্থানের দরিদ্র লোককে দিয়াছেন এবং তিনি আরো এই হুকুম করেন যে কলিকাতার মধ্যে আট লক্ষ টাকা ব্যয় করিয়া বিনামূল্যে বিদ্যাথিরদের পাঠার্থে এক পাঠশাল স্থাপিত হয় অপর সেই দানপত্র ও সেই টাকা কলিকাতাস্থ স্বপ্রিমকোর্টের মধ্যে আসিয়া মগ্ন হইল এবং তদ্বিষয়ে স্বতরাং নানা প্রকার বাদামুবাদ উপস্থিত হইল অদ্যাবধি সেই বাদানুবাদ মিটে নাই এবং এখন আমরা শুনিতেছি যে কোন ২ উকীল কহেন যে র্তাহীর দানপত্র করণের শক্তি ছিল না যেহেতুক তাহারা কহেন যে তিনি মুসলমানের রাজ্যের মধ্যে মরেন অতএব যে স্থানে তিনি মরিলেন সেই স্থানের রীভ্যনুসারে তাহার মরণের পর সেই টাকা বিতরণ করা যাইবে । আমরা ইহার পূৰ্ব্বে শুনিয়াছি যে ঐলগুদেশস্থ এক ব্যক্তি কহিয়াছে যে যত লোক আস্তবলে জন্মে তাহার ঘোড়া কিন্তু আমরা ইহার পূৰ্ব্বে কথন শুনি নাই যে মুসলমানের রাজ্যে যত লোক মরে তাহারা তন্নিমিত্তে মুসলমান জেনরল মার্টিন সাহেব ফ্রান্সদেশে জন্মেন ইংগ্রণ্ডের অধিকারে টাকা সঞ্চয় করেন এবং মুসলমানের অধিকারে মরেন অতএব ইহাতে জিজ্ঞাস্ত এই যে তিন জাতির মধ্যে কোন জাতির ব্যবস্থানুসারে র্তাহার দানপত্র করিলে সিদ্ধ হয়। ( ১১ এপ্রিল ১৮২৯ । ৩০ চৈত্র ১২৩৫ ) চতুষ্পাঠীস্থাপন নিমিত্তে ধন দান ॥—প্রায় ২৫ বৎসর গত হইল জেনরল মার্টিন