পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

இன் মংবাদ পত্রে সেনকালেনৰ কথা পারে নাই। মহারাজ ইহা শুনিবামাত্র অত্যন্ত ক্রোধান্বিত হইয়৷ শ্ৰীযুত বসন্ত বাবুকে আজ্ঞা করিলেন যে অদ্যাবধি এই কালেজ তোমার জিম্ব হইল তুমি ইহা তদারক করিব এবং হাকিম সাহেবকে কহিলেন যে তুমি আমার সরকারে এক শত টাকা দরমাহ পাইতেছ অদ্যাবধি আর অধিক পঞ্চাশ টাকা পাইবা কিন্তু প্রতিমাস বালকেরদের ইস্তাহাম তোমার লইতে হইবেক। মহারাজ এইরূপ অধিক ব্যয় স্বীকার করিয়াও আপন কলেজের অধিক তদারক করিতেছেন । ( ২৯ ডিসেম্বর ১৮২১ । ১৬ পৌষ ১২২৮ ) ইস্তেহাম অর্থাৎ পরীক্ষ। —মোকাম কলিকাতাতে যেখানে২ ইঙ্গরেজী পাঠশালা আছে তাহার পূর্বাপর এই রীতি আছে যে বড় দিনের সময়ে সেখানকার তাবৎবালকের পরীক্ষা হয় তাহাতে যে২ বালকের পূর্ব বৎসরহইতে পর বৎসরে অধিক বিদ্যাশিক্ষা করিয়াছে তাহীরা স্বর্ণালঙ্কার প্রভৃতি পারিতোষিক পায়। তাহাতে ২১ দিসেম্বর শুক্রবার ধৰ্ম্মতলার শ্ৰীযুত ভ্রমন্দ সাহেবের স্কুলে পরীক্ষা সময়ে কলিকাতার শ্ৰীযুত বাবু গোপীকৃষ্ণ দেবের জামাত শ্ৰীযুত হরিদাস বস্থ উঠিয়া সকলের সাক্ষাৎকারে কহিলেন যে আমি এই স্কুলে পাচ বৎসর থাকিয়া বিদ্যাভ্যাস করিলাম ইহাতে স্কুলের অধ্যক্ষ সাহেবেরদের আমার প্রতি যেমত অনুগ্রহ তাহা আমি কহিয়া কি জানাইব এবং এই সংসারে যত দান আছে বিদ্যাদানের তুল্য কোন দান নহে এই বিদ্যা আমাকে দান করিয়াছেন এতএব আপনারদের অনুগ্ৰহেতে আমি কৃতবিদ্য হইয়t কৰ্ম্মাস্তরে প্রস্থান করি ইহা কহিয়া অতি মনোদুঃখে বিদায় হইলেন । পরে অধ্যক্ষ সাহেবেরা তাহার বাক্যেতে তুষ্ট হইয়া পারিতোষিক এক কেতাব দিলেন ও তাহার উপায়ের সংপরামর্শ তাহারা দিলেন । ( ১৯ ফেব্রুয়ারি ১৮২৫ । ৯ ফাল্গুন ১২৩১ ) নূতন সোসৈয়িট —ইউরোপীয় লোকেরদেরহইতে এতদ্দেশীয় স্ত্রীর গর্তে জাত লোকেরা পূৰ্ব্বাবধি কেরাণীগিরি প্রভৃতি লেখাপড়ার কৰ্ম্মে প্রতিপালিত হইতেছিল কিন্তু দিনে২ তাহারদের বংশ বৃদ্ধি হওয়াতে তৎকৰ্ম্মে তাহারদের সকলের প্রতিপালন হওয়া কঠিন বোধ হইতেছে পরে আরো হইবেক যেহেতুক লোকবৃদ্ধানুসারে কৰ্ম্ম বৃদ্ধি নাই। কলিকাতা লোকেরা এই বিবেচনা করিয়া তাহারদের শিল্পকৰ্ম্ম শিক্ষার্থে শিল্পবিদ্যালয় স্থাপন করিতে কল্পনা করিয়াছেন তাহা হইলে তাহারদের অনেক উপকার হইবেক যেহেতুক তৎকন্ধের আয়ত নাই এবং তাঁহাতে অনায়াসে তাহারদের প্রতিপালন হইতে পরিবেক । এই বিষয় বিবেচনা করিবার কারণ গত বুধবার কলিকাতার টেনহলে অর্থাৎ সাধারণ ঘরে এক সভা হইয়াছিল ७}द६ প্রথম দিবসেতেই ৯৫৭৫ টাকা চান্দী হইয়াছে । শ্ৰীযুত হারিন্টন সাহেব ঐ সভাতে প্রধানরূপে নিযুক্ত হইয়াছিলেন ।