পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

红疹 BDB KBB SBBBD DBsLL বিফল হইল কারণ এই যে শ্ৰীলশ্ৰীযুত নবাব গবর্নর জেনরল বাহান্থর সভায় বিচারপূর্বক স্থির করিয়াছেন যে বৰ্ত্তমান পণ্ডিত শ্ৰীযুত বৈদ্যনাথ মৈত্র মহাশয় অতিবিদ্বান বিচক্ষণ সদ্বিবেচক স্থপণ্ডিত নাগর গ্রাবিড় উডিডয় বঙ্গদেশীয়ইত্যাদি তাবৎ অক্ষর পাঠকরণের ক্ষমতা রাখেন এবং হিন্দুস্থান ও বঙ্গদেশীয় ব্যবস্থার ঐ পণ্ডিত মহাশয় দ্বারা নিম্পত্তি হইবেক । ( ১৭ জানুয়ারি ১৮২৯ । ৬ মাঘ ১২৩৫ ) পণ্ডিতের মৃত্যু —আমরা অতিশয় খেদিত হইয় প্রকাশ করিতেছি ষে পূৰ্ব্বস্থলীনিবাসি সদর দেওয়ানী আদালতের বাজলা অাইন তর্জমাকারক পণ্ডিত রামকুমার রায় বিকার রোগোপলক্ষে গত ১৩ জানুআরি মঙ্গলবার দিবা চারি ঘন্টার সময় লোকাস্তরগত হইয়াছেন ইহার বয়ঃক্রম অনুমান ৫০ বৎসর হইয়াছিল ইনি পারসী ও সংস্কৃত ও বাঙ্গলাভাষায় অতিবিজ্ঞ ছিলেন এবং ইহার বক্তৃতা ও পরোপকারিতা ও দয়ালুতা ও দাতৃপ্ত শক্তি ছিল এবং তাছার শিষ্টতাতে প্রায় স্ত্রীরামপুরস্থ তাবৎ লোক তাহার বশতাপন্ন হইয়াছিল বিশেষতঃ সদর দেওয়ানী আদালভের কৰ্ম্মে নিযুক্ত হইয়াবধি এমন উত্তমরূপে কৰ্ম্মনিৰ্বাহ করিয়াছেন যে তাহাতে সেখানে অতিশয় প্রতিপন্ন এবং বহুকালাবধি এই কৰ্ম্মে নিযুক্ত হওয়াতে এমত একৰ্ম্মের পারদর্শী হইয়াছিলেন যে তত্ত্ব ল্য অন্ত লোক পাওয়া ছলভ।