পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১০ ]

যথা অদ্য-এব, অদ্যৈব; এক-একম্‌, একৈকম্‌; সদা-এব, সদৈব; তথা-এতৎ, তথৈতৎ। মত-ঐক্যম্‌, মতৈক্যম্‌; মহা-ঐরাবতঃ, মহৈরাবতঃ।

 ২৮। যদি অকার কিম্বা আকারের পর ও অথবা ঔ থাকে, তাহা হইলে অকার ও আকারের সহিত ঔ হয়; ঔকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, জল-ওঘঃ, জলৌঘঃ; মহা-ওষধিঃ, মহৌষধিঃ; চিত্ত-ঔদার্য্যম্, চিত্তৌদার্য্যম্; মহা-ঔৎসুক্যম্, মহৌৎসুক্যম্।

 ২৯। যদি অ আ উ এ পরে থাকে, তাহা হইলে ই এবং ঈ য হয়; য পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, যদি-অপি, যদ্যপি; ইতি—আদি, ইত্যাদি; অভি-উদয়ঃ, অভ্যুদয়ঃ প্রতি—একম্, প্রত্যেকম্। নদী-অম্বু, নদম্বু; সখী-আগতা, সখ্যাগতা।

 ৩০। যদি অ আ ই এ পরে থাকে, তাহা হইলে উকার স্থানে ব হয়; ব পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, অনু-অর্থঃ, অন্বর্থঃ; সু-আগতম্,