পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১১ ]

স্বাগতম্; অনু-ইতঃ, অন্বিতঃ; অনু-এষণম্, অন্বেষণম্।

 ৩১। যদি অকার কিম্বা আকার পরে থাকে, তাহা হইলে ঋকার স্থানে র হয়; র পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, পিতৃ-অনুমতিঃ, পিত্রনুমতিঃ; পিতৃ-আলয়ঃ, পিত্রালয়ঃ।

 ৩২। যদি অ আ ই ঈ উ এ পরে থাকে, তাহা হইলে ঔকার স্থানে আব্‌ হয়। যথা, রবৌ-অস্তমিতে, রবাবস্তমিতে; গুরৌ-আগতে, গুরাবাগতে; গতৌ-ইমৌ, গতাবিমৌ; তৌঈশ্বরৌ, তাবীশ্বরৌ; বিধৌ-উদিতে, বিধাবুদিতে; প্রস্থিতৌ—এতৌ, প্রস্থিতাবেতৌ।

 ৩৩। যদি একার কিম্বা ওকারের পর অকার থাকে তাহার লোপ হয়। যথা, প্রভো-অনুগৃহাণ, প্রভোহনুগৃহাণ; সখে-অবধেহি, সখেহবধেহি।

হল্‌ সন্ধি।

 ৩৪। যদি চ পরে থাকে, তাহ হইলে ত স্থানে চ হয়; আর যদি জ পরে থাকে, তাহা