পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১৩ ]

তাহা হইলে ত স্থানে চ ও শ স্থানে ছ হয়। যথা, উৎ-শলিতম্‌, উচ্ছলিতম্‌; এতৎ-শয়নম্‌, এতচ্ছয়নম্‌।

 ৪০। যদি পদের অন্তে স্থিত দন্ত্য নকারের পর চ থাকে, তাহা হইলে দুয়ের মধ্যে তালব্য শ হয়, এবং ন স্থানে অনুস্বার হয়। যথা, হসন্‌-চলতি, হসংশ্চলতি; দীপ্তিমান্‌-চন্দ্রঃ, দীপ্তিমাংশ্চন্দ্রঃ।

 ৪১। যদি পদের অন্তে স্থিত দন্ত্য নকারের পর ত থাকে, তাহা হইলে দুয়ের মধ্যে দন্ত্য স হয়, এবং ন স্থানে অনুস্বার হয়। যথা, মহান্‌-তরুঃ, মহাংস্তরুঃ; হসন্‌-তরতি, হসংস্তরতি।

 ৪২। যদি দন্ত্য ন কিম্বা ম পরে থাকে, তাহা হইলে ক্‌ স্বানে ঙ্‌ এবং ত্‌ স্থানে ন্‌ হয়। যথা, দিক্‌-নাগঃ, দিঙ্নাগঃ; অবাক্‌-মুখঃ, অবাঙ্মুখঃ; জগৎ-নাথঃ, জগন্নাথঃ, তৎ-মনস্কঃ, তন্মনস্কঃ।

 ৪৩। যদি স্বরবর্ণ ও হব[১] পরে থাকে, তাহা হইলে ক্‌ স্থানে গ্‌ হয় এবং ত্‌ স্থানে দ্‌ হয়।


  1. হ য ব র ল, ঞ ণ ন ঙ ম, ঝ ঢ় ধ ঘ ভ, জ ড় দ গ ব।