পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১৪ ]

যথা, দিক্‌-অন্তঃ, দিগন্তঃ; বাক্‌-দানম্‌, বাগ্দানম্‌। সৎ-আশয়ঃ, সদাশয়ঃ; মহৎ-ভয়ম্‌, মহদ্ভয়ম্‌।

বিসর্গসন্ধি।

 ৪৪। যদি চ কিম্বা ছ পরে থাকে, তাহা হইলে বিসর্গ স্থানে তালব্য শ হয়; শ চকার ও ছকারে যুক্ত হয়। যথা, পূর্ণঃ-চন্দ্র, পূর্ণশ্চন্দ্র; জ্যোতিঃ-চক্রম্‌, জ্যোতিশ্চক্রম্; মনঃ-ছলম্, মনশ্চলম্; রবেঃ–ছবিঃ, রবেশ্চবিঃ।

 ৪৫। যদি ট পরে থাকে, তাহা হইলে বিসর্গ স্থামে মূৰ্দ্ধন্য ষ হয়; ষ টকারে যুক্ত হয়। যথা; ধনুঃ-টঙ্কারঃ, ধনুষ্টঙ্কারঃ।

 ৪৬। যদি ত পরে থাকে, তাহা হইলে বিসর্গ স্বানে দন্ত্য স হয়; স তকারে যুক্ত হয়। যথা, দীর্ঘঃ-তরুঃ, দীর্ঘস্তরুঃ; ভুবঃ-তলম্, ভুবস্তলম্।

 ৪৭। যদি অকার কিম্বা হব্‌ পরে থাকে, তাহা হইলে অকারের পরস্থিত বিসর্গ স্থানে উ হয়। যথা, ঘটঃ-অয়ম্‌, ঘটোহয়ম্‌; অশ্বঃ-ধাবতি, অশ্বোধাব্যতি।