পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ১৯ ]

ইকারান্ত—অগ্নিশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা অগ্নিঃ অগ্নী অগ্নয়ঃ
দ্বিতীয়া অগ্নিম্‌ অগ্নী অগ্নীন্‌
তৃতীয়া অগ্নিনা অগ্নিভ্যাম্ অগ্নিভিঃ
চতুর্থী অগ্নয়ে অগ্নিভ্যাম্ অগ্নিভ্যঃ
পঞ্চমী অগ্নেঃ অগ্নিভ্যাম্ অগ্নিভ্যঃ
ষষ্ঠী অগ্নেঃ অগ্ন্যোঃ অগ্নীনাম্
সপ্তমী অগ্নৌ অগ্ন্যোঃ অগ্নিষু
সম্বোধন' অগ্নে অগ্নী অগ্নয়ঃ

 সখি পতি ভিন্ন প্রায় সমুদায় ইকারান্ত পুংলিঙ্গ শব্দ অগ্নিশব্দের ন্যায়।

সখিশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা সখা সখায়ৌ সখায়ঃ
দ্বিতীয়া সখায়ম্‌ সখায়ৌ সখীন্‌
তৃতীয়া সখ্যা সখিভ্যাম্ সখিভিঃ
চতুর্থী সখ্যে সখিভ্যাম্ সখিভ্যঃ
পঞ্চমী সখ্যুঃ সখিভ্যাম্ সখিভ্যঃ
ষষ্ঠী সখ্যুঃ সখ্যোঃ সখীনাম্‌
সপ্তমী সখ্যৌ, সখ্যোঃ সখিষু
সম্বোধন সখে সখায়ৌ সখায়ঃ