পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[  ২১  ]

উকারান্ত—সাধুশব্দ।

একবচন দ্বিচন বহুবচন
প্রথমা সাধুঃ সাধু সাধবঃ
দ্বিতীয়া সাধুম্‌ সাধু সাধূন্‌
তৃতীয়া সাধুনা সাধুভ্যাম্ সাধুভিঃ
চতুর্থী সাধবে সাধুভ্যাম্ সাধুভ্যঃ
পঞ্চমী সাধোঃ সাধুভ্যাম্ সাধুভ্যঃ
ষষ্ঠী সাধোঃ সাধ্বোঃ সাধূনাম
সপ্তমী সাধৌ সাধ্বোঃ সাধুষু
সম্বোধন সাধো সাধু সাধবঃ

 প্রায় সমুদায় পুংলিঙ্গ উকারান্ত শব্দ সাধু শব্দের ন্যায়।

ঋকারান্ত—দাতৃশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা দাতা দাতারৌ দাতারঃ
দ্বিতীয়া দাতারম্‌ দাতারৌ দাতৃৃন
তৃতীয়া দাত্রা দাতৃভ্যাম্ দাতৃভ্যঃ
চতুর্থী দাত্রে দাতৃভ্যাম্ দাতৃভ্যঃ
পঞ্চমী দাতুঃ দাতৃভ্যাম্ দাতৃভ্যঃ
ষষ্ঠী দাতুঃ দাত্রোঃ দাতৃৃণাম
সপ্তমী দাতরি দাত্রোঃ দাতৃষু
সম্বোধন দাতঃ দাতারৌ দাতারঃ