পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[২৩]

স্ত্রীলিঙ্গ।


আকারান্ত—বিদ্যাশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা বিদ্যা বিদ্যে বিদ্যাঃ
দ্বিতীয়া বিদ্যাম্ বিদ্যে বিদ্যাঃ
তৃতীয়া বিদ্যয়া বিদ্যাভ্যাম্ বিদ্যাভিঃ
চতুর্থী বিদ্যায়ৈ বিদ্যাভ্যাম্ বিদ্যাভ্যঃ
পঞ্চমী বিদ্যায়াঃ বিদ্যাভ্যাম্ বিদ্যাভ্যঃ
ষষ্ঠী বিদ্যায়াঃ বিদ্যয়োঃ বিদ্যানাম্
সপ্তমী বিদ্যায়াম্ বিদ্যয়োঃ বিদ্যাসু
সম্বোধন বিদ্যে বিদ্যে বিদ্যাঃ

 প্রায় সমুদায় আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এইরূপ।

ইকারান্ত—মতিশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা মতিঃ মতী মতীঃ
দ্বিতীয়া মতিম্ মতী বিদ্যাঃ
তৃতীয়া মত্যা মতিভ্যাম্ মতিভিঃ
চতুর্থী মত্যৈ, মতয়ে মতিভ্যাম্ মতিভ্যঃ
পঞ্চমী মত্যাঃ,মতেঃ মতিভ্যাম্ মতিভ্যঃ