পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ৩০ ]

হলন্তশব্দ।


পুংলিঙ্গ।

জকারান্ত—দেবরাজ্‌শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা দেবরাট্, দেবরাড়্ দেবরাজৌ দেবরাজঃ
দ্বিতীয়া দেবরাজম্ দেবরাজৌ দেবরাজঃ
তৃতীয়া দেবরাজা দেবরাড্‌ভ্যাম্ দেবরাড্‌ভিঃ
চতুর্থী দেবরাজে দেবরাড্‌ভ্যাম্ দেবরাড্‌ভ্যঃ
পঞ্চমী দেবরাজঃ দেবরাড্‌ভ্যাম্ দেবরাড্‌ভ্যঃ
ষষ্ঠী দেবরাজঃ দেবরাজোঃ দেবরাজাম্‌
সপ্তমী নদ্যাম্ দেবরাজোঃ দেবরাট্‌সু

 প্রায় সমুদায় জকারান্ত শব্দ দেবরাজ্ শব্দের ন্যায়।

তকারান্ত—শ্রীমৎশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা শ্রীমান্ শ্রীমন্তৌ শ্রীমন্তঃ
দ্বিতীয়া শ্রীমন্তম্ শ্রীমন্তৌ শ্রীমন্তঃ
তৃতীয়া শ্রীমতা শ্রীমদ্ভ্যাম্ শ্রীমদ্ভিঃ
চতুর্থী শ্রীমতে শ্রীমদ্ভ্যাম্ শ্রীমদ্ভ্যঃ
পঞ্চমী শ্রীমতঃ শ্রীমদ্ভ্যাম্ শ্রীমদ্ভ্যঃ