পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[৩৫]



পথিন্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা পন্থাঃ পন্থানৌ পন্থানঃ
দ্বিতীয়া পন্থানম্‌ পন্থানৌ পথঃ
তৃতীয়া পথা পথিভ্যাম্‌ পথিভিঃ
চতুর্থী পথে পথিভ্যাম্‌ পথিভ্যঃ
পঞ্চমী পথঃ পথিভ্যাম্‌ পথিভ্যঃ
ষষ্ঠী পথঃ পথোঃ পথাম্‌
সপ্তমী পথি পথোঃ পথিসু

সকারান্ত—বেধস্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা বেধাঃ বেধসৌ বেধসঃ
দ্বিতীয়া বেধসম্‌ বেধসৌ বেধসঃ
তৃতীয়া বেধসা বেধোভ্যাম্‌ বেধোভিঃ
চতুর্থী বেধসে বেধোভ্যাম্‌ বেধোভ্যঃ
পঞ্চমী বেধসঃ বেধোভ্যাম্‌ বেধোভ্যঃ
ষষ্ঠী বেধসঃ বেধসোঃ বেধসাম্‌
সপ্তমী বেধসি বেধসোঃ বেধঃসু
সম্বোধন বেধঃ

 বিদ্বস্‌ পুম্‌স্‌ প্রভৃতি কতকগুলি শব্দ ভিন্ন প্রায় সমুদায় দন্ত্য সকারান্ত শব্দ এইরূপ।