পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[৩৬]



বিদ্বস্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা বিদ্বান্‌ বিদ্বাংসৌ বিদ্বাংসঃ
দ্বিতীয়া বিদ্বাংসম্‌ বিদ্বাংসৌ বিদুষঃ
তৃতীয়া বিদুষা বিদ্বদ্ভ্যাম্‌ বিদ্বদ্ভিঃ
চতুর্থী বিদুষে বিদ্বদ্ভ্যাম্‌ বিদ্বদ্ভ্যঃ
পঞ্চমী বিদুষঃ বিদ্বদ্ভ্যাম্‌ বিদ্বদ্ভ্যঃ
ষষ্ঠী বিদুষঃ বিদুষোঃ বিদুষাম্‌
সপ্তমী বিদুষি বিদুষোঃ বিদ্বৎসু
সম্বোধন বিদ্বন্‌

 যাবতীয় বস্‌ ভাগান্ত শব্দ বিদ্বস্‌ শব্দের তুল্য।

পুম্‌স্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা পুমান্‌ পুমাংসৌ পুমাংসঃ
দ্বিতীয়া পুমাংসম্‌ পুমাংসৌ পুংসঃ
তৃতীয়া পুংসা পুংভ্যাম্‌ পুংভিঃ
চতুর্থী পুংসে পুংভ্যাম্‌ পুংভ্যঃ
পঞ্চমী পুংসঃ পুংভ্যাম্‌ পুংভ্যঃ
ষষ্ঠী পুংসঃ পুংসোঃ পুংসাম্‌
সপ্তমী পুংসি পুংসোঃ পুংঃসু