পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ৩৭ ]

সম্বোধন পুমন্

হকারান্ত—তুরাসাহ্ শব্দ

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা তুরাষাট্‌
তুরাষাড্
তুরাসাহৌ তুরাসাহঃ
দ্বিতীয়া তুরাসাহম্ তুরাসাহৌ তুরাসাহঃ
তৃতীয়া তুরাসাহা তুরাষাড্‌ভ্যাম্ তুরাষাড্‌ভিঃ
চতুর্থী তুরাসাহে তুরাষাড্‌ভ্যাম্ তুরাষাড্‌ভ্যঃ
পঞ্চমী তুরাসাহঃ তুরাষাড্‌ভ্যাম্ তুরাষাড্‌ভ্যঃ
ষষ্ঠী তুরাসাহঃ তুরাসাহোঃ তুরাসাহাম্
সপ্তমী তুরাসাহি তুরাসাহোঃ তুরাষাট্‌সু
তুরাষাড়্‌সু

স্ত্রীলিঙ্গ।

চকারান্ত বাচ্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা বাক্ বাচৌ বাচঃ
দ্বিতীয়া বাচম্ বাচৌ বাচঃ
তৃতীয়া বাচা বাগ্ভ্যাম্ বাগ্ভিঃ