পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[৫২]

সংখ্যাবাচক।


এক শব্দ।

 এক শব্দ তিন লিঙ্গেই সর্ব্ব শব্দের তুল্য কোন ভেদ নাই।

দ্বিশব্দ—দ্বিবচনান্ত

পুংলিঙ্গ ক্লীবলিঙ্গ
দ্বিবচন দ্বিবচন
প্রথমা দ্বৌ দ্বে
দ্বিতীয়া দ্বৌ দ্বে
তৃতীয়া দ্বাভ্যাম্ দ্বাভ্যাম্
চতুর্থী দ্বাভ্যাম্ দ্বাভ্যাম্
পঞ্চমী দ্বাভ্যাম্ দ্বাভ্যাম্
ষষ্ঠী দ্বয়োঃ দ্বয়োঃ
সপ্তমী দ্বয়োঃ দ্বয়োঃ

 স্ত্রী লিঙ্গে ঠিক্ ক্লীবলিঙ্গের ন্যায়।