পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[৭০]
শ্রুধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ। একবচন দ্বিবচন বহুবচন
প্রথম শৃণোতি শৃণুতঃ শৃণ্বন্তি
মধ্যম শৃণোষি শৃণুথঃ শৃণুথ
উত্তম শৃণোমি শৃণ্বঃ, শৃণুবঃ শৃণ্মঃ, শৃণুমঃ
প্রথম শৃণোতু শৃণুতাম্‌ শৃণ্বন্তু
মধ্যম শৃণু শৃণুতম্‌ শৃণুত
উত্তম শৃণবানি শৃণবাব শৃণবাম

অতীত কাল।

প্রথম শুশ্রাব শুশ্রুবতুঃ শুশ্রুবুঃ
মধ্যম শুশ্রোথ শুশ্রুবথুঃ শুশ্রুব
উত্তম শুশ্রাব, শুশ্রব শুশ্রুব শুশ্রুম

ভবিষ্যৎ কাল।

প্রথম শ্রোষ্যতি শ্রোষ্যতঃ শ্রোষ্যন্তি
মধ্যম শ্রোষ্যসি শ্রোষ্যথঃ শ্রোষ্যথ
উত্তম শ্রোষ্যামি শ্রোষ্যাবঃ শ্রোষ্যামঃ