পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[ ৭৮ ]



ভবিষ্যৎ কাল।

প্রথম জ্ঞাস্যতি জ্ঞাস্যতঃ জ্ঞাস্যন্তি
মধ্যম জ্ঞাস্যসি জ্ঞাস্যথঃ জ্ঞাস্যথ
উত্তম জ্ঞাস্যামি জ্ঞাস্যাবঃ জ্ঞাস্যামঃ

গ্রহধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ। একবচন দ্বিবচন বহুবচন
প্রথম গৃহ্নাতি গৃহ্নীতঃ গৃহ্নন্তি
মধ্যম গৃহ্নাসি গৃহ্নীথঃ গৃহ্নীথ
উত্তম গৃহ্নামি গৃহ্নীবঃ গৃহ্নীমঃ
প্রথম গৃহ্নাতু গৃহ্নীতাম্‌ গৃহ্নন্তু
মধ্যম গৃহাণ গৃহ্নীতম্‌ গৃহ্নীত
উত্তম গৃহ্নানি গৃহ্নাব গৃহ্নাম

অতীত কাল।

প্রথম জগ্রাহ জগৃহতুঃ জগৃহুঃ
মধ্যম জগ্রহিথ জগৃহথুঃ জগৃহ
উত্তম জগ্রাহ, জগ্রহ জগৃহিব জগৃহিম