পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৮৩ ]
কৃদন্ত।

 ধাতুর উত্তর কতকগুলি প্রত্যয় হয়। সেই সকল প্রত্যয়কে কৃৎ বলে। কৃৎ প্রত্যয় নানা; তন্মধ্যে তুম্‌, ত্বা, য, এই তিনের বিষয় লিখিত হইতেছে।

 নিমিত্ত অর্থ বুঝিতে ধাতুর উত্তর তুম্‌ প্রত্যয় হয়। যথা, দাধাতু—তুম, দাতুম্‌; দিবার নিমিত্ত। স্থাধাতু—তুম্‌, স্থাতুম্‌; থাকিবার নিমিত্ত। পা ধাতু—তুম্‌, পাতুম্‌; পান করিবার নিমিত্ত। হনধাতু—তুম্‌, হন্তুম; বধ করিবার নিমিত্ত। গম ধাতু—তুম্‌, গন্তুম্‌; যাইবার নিমিত্ত। গ্রহধাতু—তুম্‌, গ্রহীতুম্‌; গ্রহণ করিবার নিমিত্ত। কৃধাতু—তুম্‌, কর্ত্তুম্‌; করিবার নিমিত্ত। বচধাতু—তুম্‌, বক্তুম্‌; বলিবার নিমিত্ত। জিধাতু—তুম্‌, জেতুম্‌; জয় করিবার নিমিত্ত। দৃশধাতু—তুম্‌,দ্রষ্টুম্‌; দেখিবার নিমিত্ত। জ্ঞাধাতু—তুম্‌, জ্ঞাতুম্‌; জানিবার নিমিত্ত। চিন্তিধাতু-তুম্‌, চিন্তয়িতুম্‌; চিন্তা করিবার নিমিত্ত। ভুজধাতু—তুম্‌, ভোক্তুম্‌; খাইবার নিমিত্ত ইত্যাদি।