পাতা:সঙ্গীতরসমাধুরী.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ রেপ্রেমধার, কেমনে শুধিব আর, সে আমার আমি তার, প্রাণান্তে হবো তাহারি। ১ । حدوټسO-عصسه কাফী রাগিণী। মধ্যমান। মজিলে পিরিতে মনঃ ধিকতার লোক লাজে ॥ ধ্রু"\! য়েন। চাহে প্রেমরস লোকলাজ তারে সাজে !! * । লোকের গঞ্জন পাকে, ঠেকেছি বিপাক পাকে, সতত নাহেরে তাকে, দুঃখশেল বুকে বাজে ॥ ১ । কি করে গঞ্জন আর, আমি তার সে আমার, শোভিত্ব হৃদয হ্রদ, রোপিযে রাজীবরাজে ৷ ২ ৷৷ হৃদি কারাগারে ঘোরে বেঁধেছি জীবন ডোরে। ধ্ৰুং।। প্রহরি রেখেছি প্ৰাণ যদ্যপি হারাই চোরে । * ৷ তুমি তা নাহিক জান, দেহে প্রাণ অবস্থান, য়েমন তেমনে প্রাণ, বন্ধন করেছি তোরে ৷ ১ ৷৷ அக9கேকাফি সিন্ধু। মধ্যমান। দুঃখিনীরে দুঃখনীর প্রাণ কি দুঃখে ভাসালে ॥ ধ্রু । আপনি ন মজি প্রেমে অবলা মজালে । * । ভালহই মন্দহই, তোমাবই কারু নই, এয়ন্ত্রণা কারে কই, এজনে কাদালে৷ ১ ৷ শযনে স্বপনে থাকি,সদাপ্রাণ বলে ডাকি, মনোদুঃখ মনেরাখি, মাননা জানালে । * ৷ একিঞ্জাল