পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১ ৬৯ ] অামি তোমাকে একটা কমলা নেৰু পারিতোষি ক দিব । শিশু উত্তর করিল যে ঈশ্বর যে স্থানে নাই মহাশয় এমত স্থান আমাকে দশাইয়। দিলে আমি মহাশয়কে দুইট কমল নেবু দিব । ৬৯ স্থিরপ্রতিজ্ঞতা । %. রবর্ট ক্রসনামক রাজা স্কটলণ্ড রাজ্য পুনরুদ্ধার করিলেন । তিনি এক দিন বিপক্ষেরদের সৈন্যের ভেদ জানিতে গমন করিয়া রাত্ৰিযোগে মাঠে এক কুটীরের মধ্যে শয়ন করিয়া থাকিলেন । প্ৰ ত্যুষে জাগৃত হইয়া তিনি দেখিলেন যে একটা মা কড়সা ঘরের মুদুমপৰ্য্যন্ত উঠিতে উদ্যত পরে সে থানে না পহুছিতেং ভূমিতে পড়িয়া দ্বিতীয়বার ঐরুপ উদ্যোগ করিল। দ্বিতীয়বারে ভূমিপতিত হইল অপর তৃতীয়বার উদ্যোগ করাতে সেবারো নিয়ুল হইল । রাজা শয্যায় শয়ন করিয়া দেথি লেন যে মাকড়সা একাদিক্রমে বারোবার এইরূপ উদ্যোগ করিল এবণ২ প্রতিবারই অচরিতার্থ হইল কিন্তু ত্রয়োদশ বারের উদ্যোগে কৃতকাৰ্য্য হইল । রাজা তৎক্ষণাৎ শয্যাহইতে শীঘু গাত্রোথান ক রিয়া কহিলেন যে এ ক্ষুদ্র কীট আমার গুরু হইল আমি তাহার মতে চলিব । আমি স্বদেশস্থ ৰি পক্ষেরদের সঙ্গে সম্প২গ্রামে দ্বাদশবার পরাজিত হইয়াছি বটে কিন্তু ত্রয়োদশবার উদ্যোগ করিব । ()