পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

তাই কি আসনা প্রাণে,  তাই কি শােন না গান,
তাই সখি, রয়েছ কি দূর!
ভাল সখি, আবার শিখাও-,
আর বার মুখপানে চাও,
একবার ফেল অশ্রুজল,
একবার শােন গান গুলি,
তা হলে পুরাণ’ সুর  আবার পড়িবে মনে,
আর কভু যাইব না ভূলি!

সেই পুরাতন চোখে  মাঝে মাঝে চেয়ে সখি
উজলিয়া স্মৃতির মন্দির,
এই পুরাতন প্রাণে  মাঝে মাঝে এসে সখি
শূন্য আছে প্রাণের কুটীর।
নহিলে আধার মেঘ রাশি
হৃদয়ের আলোক নিভাবে,
একে একে ভূলে যাব সুর,
গান গাওয়া সাঙ্গ হয়ে যাবে।