পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সন্ধ্যা সঙ্গীত।


দিন নাই, রাত্রি নাই, এক ভিক্ষা মাগিতেছে-
“দাও গাে ফিরায়ে মােরে, যে এক হারায়ে গেছে!”
তাই এক গান গাহে একেলা বসিয়া
অবিরাম—অনিবার-
কি গাহিবে আর!

তাের গান শুনিবে না কেহ!
নাই বা শুনিল!
তাের গানে কাঁদিবেনা কেহ!
নাই বা কাঁদিল!

তবে থাম্‌-থাম্ ওরে প্রাণ,
পারিনে শুনিতে আর-এক্-ই গান-এক্-ই গান

দুঃখ আবাহন।

আয় দুঃখ, আয় তুই,
তাের তরে পেতেছি আসন!
হৃদয়ের প্রতি শিরা টানি টানি উপাড়িয়া
বিচ্ছিন্ন শিরার মুখে তৃষিত অধর দিয়া
বিন্দু বিন্দু রক্ত তুই করিস্ শোষন;