পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

শান্তি-গীত।


ঘুমা’ দুঃখ, হৃদয়ের ধন,
ঘুমা’ তুই, ঘুমারে এখন।
সুখে সারা দিনমান  শােণিত করিয়া পান
এখন ত মিটেছে তিয়াস?
দুঃখ তুই সুখেতে ঘুমাস্!

প্রশান্ত যামিনী আজি
কুসুম শয্যার পরে আঁচল পেতেছে,-
আকুল জোছনা,
বসন্ত-হৃদয়া আর ফুলন্ত-স্বপনা
শ্যামল-যৌবনা পৃথিবীর
বুকের উপরে আসি মরিয়া যেতেছে।
তবে ঘুমা দুঃখ ঘুমা!

স্বপনের ঘােরে যেন বেড়ায় ভ্রমিয়া
শিশু-সমীরণ,
কুসুম ছুঁইয়া,
ঘুমে যেন চলে না চরণ-