পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪২
সন্ধ্যা সঙ্গীত


আজ রাত্রে র’ব শুধু চাহিয়া চাঁদের পানে,
আর কিছু নয়—
বহু দিন পরে দেখা মুমূর্যু প্রণয়ী যথা
আঁকড়িয়া ধরে বুক একটি কহে না কথা-
পুরাতন দিবসের যত কথাগুলি
শত গীত ময়-
প্রাণের উপরে আসি রহিবে পড়িয়া
মরমে মরিয়া!
আজ তুই ঘুমা’ –

কাল্ উঠিস্ আবার
খেলিস্ দুরন্ত খেলা হৃদয়ে আমার।
হৃদয়ের শিরাগুলি ছিঁড়ি ছিঁড়ি মাের
তাইতে রচিস্ তন্ত্রী বীণাটির তাের,
সারাদিন বাজাস্ বসিয়া
ধ্বনিয়া হৃদয়।-
আজ রাত্রে র’ব শুধু চাহিয়া চাঁদের পানে
আর কিছু নয়!-