পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৮
সন্ধ্যা সঙ্গীত।


পরের মুখেতে চেয়ে কাঁদে শুধু অনুক্ষণ!
কাজ নাই, কর্ম্ম নাই,  ব'সে আছে এক ঠাই
হাসি ও কটাক্ষ ল'য়ে খেলেনা গড়িছে যত,
কভু ঢুলে-পড়া আঁখি -কভু অশ্রু-ভারে নত।
দূর কর-দূর কর-বিকৃত এ ভালবাসা—
জীবনদায়িনী নহে, এ যে গাে হৃদয়-নাশা!
কোথায় প্রণয়ে মন যৌবনে ভরিয়া উঠে,
জগতের অধরেতে হাসির জোছনা ফুটে,
চোখেতে সকলি ঠেকে বসন্ত-হিল্লোলময়—
হৃদয়ের শিরে শিরে শােণিত সতেজে বয়—
তা নয়, একি এ হল, একি এ জর্জ্জর মন,
হাসিহীন দু অধর, জ্যোতিহীন দু নয়ন!
দূরে যাও-দূরে যাও—হৃদয় রে দূরে যাও-
ভূলে যাও—ভূলে যাও—ছেলে খেলা ভূলে যাও-
দূর কর’-দূর কর’ বিকৃত এ ভালবাসা
জীবনদায়িনী নহে, এযে গাে হৃদয় নাশা!