পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আবার।
৬৫


সবাই আমারে ভালবাসে,
তবে কেন তুমি এলে হেথা,
এ আমার সাধের আবাসে!

চাহিতে জান না তুমি  অশ্রুময় আঁখি তুলি
অশ্রুময় নয়নের পানে;
চিন্তাহীন, ভাবহীন  শূন্য হাসিময় মুখে
ওকি দৃষ্টি হান’ এ বয়ানে,
চেয়ে চেয়ে কৌতুক নয়ানে!
র’ ফের”-ও নয়ন  ভাবহীন ও বয়ন
আনিও না এ মাের, আলয়ে,
আমরা সখারা মিলি  আছি হেথা নিরিবিলি
আপনার মনােদুঃখ লয়ে।
এমনি হয়েছে শান্ত মন,
ঘুচেছে দুঃখের কঠোরতা,
ভাল লাগে বিহঙ্গের গান,
ভাল লাগে তটিনীর কথা।
ভাল লাগে কাননে দেখিতে
বসন্তের কুসুমের মেলা,
ভাল লাগে, সারাদিন ব'সে