বিষয়বস্তুতে চলুন

পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাসিনী। প্রথম অঙ্ক |


و*مہیّہ۔--و-عہ

প্রথম দৃপ্ত। (চিতোর -অন্তঃপুরস্থ উদ্যানে মীর ।) মীরা । আহা কি সুন্দর আজি শোভিত ধরণী । আলেথ্যে চিত্রিত যেন দূর শৈল গুলি । সব যেন স্বপ্নমাথ ; পথ, ঘাট, সরোবর, মন্দির, কানন । দু’ একটি বিরল তারকা, তটিনীর বক্ষে যেন দীপ্ত দীপভাতি । নীলাকাশ প্লাবিত জোছনা । আলোকসাগরে ভেসে যায় পূর্ণচন্দ্র কনক-তরুণী, কেড়ে নিয়ে জগতের প্রাণুগুলি স্বীয় বক্ষ মাঝে ; যেন, কোন ও সুখময় তীরে দিবে উতারিয়ে গেয়ে ওঠে বসন্তের পার্থী, নাবিকের গীত সম ;–