পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*न श्रि ।] সন্ন্যাসিনী । ৯৩ কালকণী,করে যেন জিহ্বা সঞ্চালন! (আজি জন্মদিন, ভুদিনও আজি! ) এই ঘোর অন্ধকার পাপের প্রস্তুতি ? • এই ঘন ঘন বজধ্বনি মুহূর্তে মুহূর্তে করিতেছে যেন মোণে সত্বর আদেশ । একি দুক দুরু কেন করিছে হৃদয় ? দূর হও বৃথা ভয়, স্নেহের শাসন, কেন মনে পড়িতেছে শৈশবদিবস,— ধরিয়া পিতার কণ্ঠ নিশ্চিন্তে শয়ন ! কিন্তু বহু দূৰ্ব আসিয়াছি, আর ত না হয়। দূর হও বৃথা মায়া পাপ বিভীষিকা, পড়ে যাক যবনিক, বিস্কৃতির পট, এখন ফিরিতে গেলে বহুল সঙ্কট। . (নিকটে গিয়া) বোধ হয় এতক্ষণে অবশুই হয়েছে নিদ্রিত, স্তিমিত কক্ষের দীপ, প্রাণদীপও তাই! রাণা যুতি হইয়া স্বগত। এ কি ! আমি স্বপ্ন দেখিতেছি ? কিছুই ত পনি বুৰিতে। (প্রকাশে) কে তুই তস্কর এসেছিস হরিবারে রাজার জীবন ? কণ্ঠস্বরে বোধ হ’ল উদার মতন।