পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V, ১১শ দৃশ্ব । ] সন্ন্যাসিনী । ৯৭ চতুর্থ অঙ্ক। একাদশ দৃশু । ( কুসুমেরুর সন্নিহিত কাননে ভালবালিক সোহিয়া । ) প্রতিজ্ঞা রয়েছে জেগে চিরাঙ্কিত হৃদে ৷ বলেছিকু দেখাইব, দিব মিলাইয়া । রাক্ষসী দিল না দেখা, • কঠিন পাষাণী ! বলেছিল নিদারুণ বাক্যবাণ যাহা,— বলিতাম যদি তারে,—তখনি মরিত । আহা ! রয়েছে কেবল প্রাণ আশায় বাচিয়া, হায় ! রমণীর হৃদয়ের মহামূল্য নিধি, অযতনে অনাদরে ধূলিতে লুটিয়া ! এত সুগভীর প্রেম আচল অটল দেখিনে ত পুরুয়েতে ; দুরলভ সদা। এত যদি যশঃপ্রিয়া, সমাজের দাসী, কেন তবে বেঁধেছিল অলীক প্রণয়ে ? so