পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ দৃগু । ] সন্ন্যাসিনী । సిన চতুর্থ অঙ্ক । দ্বাদশ দৃশু । চিতোর রাজোদ্যান সংলগ্ন প্রশস্ত ভূমি।) রাণাকুন্তু চিতাবক্ষে শয়ান : নিকটে স্বতন্ত্র চিতা সজ্জিত। এক দিকে মাধবাচার্য্য ও অনুচরগণ দণ্ডায়মান ; অন্য দিকে সখিদের गिहउँ শ্রুতির প্রবেশ । শ্রুতি, দেহ সখি দেহ আজি সাজাইয়া মোরে,— আন তুলে রাশি রাশি ফুল ;– ফুলহারে বেঁধে দে কবরী, চিরসাধ পুরালো তোদের, যাব আজ প্রাণেশের প্রেমনিকেতনে, আজ হবে ফুলশয্যা মোর ! (সখীরা সাৱাদলু পুষ্পসজ্জা করিতে করিতে ) সখীগণ । কি দোষ করেছি সখি ! কেন ফেলে যাবে ? স্বথে হুখে ভূেমি বিনা জানি না যে মোরা ; কেমনে ধরিব প্রাণ তোমাহারা হ’য়ে ? হায়! কোথা যাও ;