পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীরা । সন্ন্যাসিনী । ! “ཙཱ་ཝ༣. সমাগত প্রাণবায়ু দেখ কণ্ঠদেশে। দাড়াও দাড়াও প্রাণবায়ু, অতৃপ্তবাসনা ভাঙিয়া হৃদয় চাহিতেছে যেতে ছুটে । যাই, যাই আমি! দেখ দেখ দেবি ! পরিণয় হ’তে প্রণয় নহেক হীন, যাই প্রাণময়ি ! . (পতন ও মৃত্যু। ) উঃ! কি গভীর প্রেম ;—প্রেমিক-সন্ন্যাসী। হায়! এত প্রেম স্থাপন করিতে লোকে পারিত ঈশ্বরে যদি, ঘুচে যেত হৃদয়ের চির হাহাকার! বুঝেনাক অপার্থিব প্রেম আকুলতা— তাই লোকে মোহমদে ভুলে, মানব হৃদয় কূপে খুঁজে মরে অনন্ত সেপ্রেমপারাবার। মাধবাচার্য্য। হায় সখা পারি না যে ধরিতে জীবন ! অবশেষে এই ছিল ললাটে তোমার ! অবনীর অধিরাজ হ’য়ে, একটুকু স্নেহ আশে ভিখারীর মত,