এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১২শঙ্ক । ] মীরা। সন্ন্যাসিনী । نه د সুদীর্ঘ জীবনপথে করিয়াছ কাতরে ভ্রমণ ; শেষে কুপিত ভাগ্যের ফেরে, স্নেহময় পুত্ৰ হ’ল কৃতান্ত তোমার ! ধিক্ ধিকৃ! শত ধিক্ ! তোরে রে সংসার! ধিক্ রাজ্য ! ধিক্ ঐশ্বৰ্য্য ! রত্নসিংহাসন ! যাহার প্রলোভে অমৃত হইয়া উঠে ভীষণ গরল ! গীত। সুশীতল হ্যাম নাম, গাও রে ভবধাম জুড়াইবে তাপিত পরাণ ; গাও তরু লতা ফুল, গাও রে বিহগকুল, গাও, গাও নীরব শ্মশান ।